ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৪০০ কোটির দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৪:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৪ Time View

ধুরন্ধর I ছবি: সংগৃহীত

দর্শকদের হৃদয় জয় করে চলেছে বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় শুক্রবারেই ছবিটি এমন এক রেকর্ড গড়েছে, যা এক দিনে ৫০টিরও বেশি চলচ্চিত্রের রেকর্ড ছাপিয়ে গেছে। বক্স অফিসে এক সপ্তাহের বেশি সময় পার করেও রণবীর সিং অভিনীত এই ছবি প্রতিদিনই নতুন নতুন মাইলফলক ছুঁয়ে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সাম্প্রতিক কয়েক বছরের বহু সুপারহিট সিনেমাকেও টপকে গেছে। যদিও মুক্তির প্রথম দিনে কিছু ছবির তুলনায় পিছিয়ে ছিল, তবে বর্তমানে এর বক্স অফিস আয় আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। দ্বিতীয় শুক্রবারে সর্বোচ্চ আয়ের ছবির তকমা নিজের দখলে নিয়েছে ‘ধুরন্ধর’।

দ্বিতীয় শুক্রবারে ছবিটি প্রায় ৩২.৫ কোটি রুপি আয় করে। এই আয়ের মাধ্যমে ‘পুষ্পা ২’ (২৭ কোটি), ‘ছাভা’ (২৩.৫ কোটি), ‘অ্যানিমেল’ (২১.৫৬ কোটি) এবং ‘গদর ২’ (২০.৫ কোটি)-এর মতো বড় ছবিগুলোকেও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’। সুতরাং বোঝাই যাচ্ছে, দ্বিতীয় শুক্রবারে আয়ের দিক থেকে শীর্ষে উঠে এসেছে এই ছবিটি।

এদিকে স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির নবম দিন অর্থাৎ দ্বিতীয় শনিবারে ভারতে সিনেমাটি নেট প্রায় ৫০.৯ কোটি রুপি আয় করে। সেদিন হিন্দি ভাষায় ছবিটির সামগ্রিক দর্শক উপস্থিতি ছিল ৬৬.০৯ শতাংশ, যা দর্শকদের প্রবল এক আগ্রহের ইঙ্গিত দেয়।

প্রথম সপ্তাহে ‘ধুরন্ধর’ আয় করে ২০৭.২৫ কোটি রুপি। অষ্টম দিনে যুক্ত হয় আরও ৩২.৫ কোটি। এর মাধ্যমে নবম দিনে ২৬.৫ কোটি আয় করা ‘সাইয়ারা’র মতো ছবিকেও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’।

শুধু ভারতেই নয়, বিদেশের বাজারেও দারুণ সাড়া ফেলেছে ছবিটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মাত্র আট দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ৩৭২.৭৫ কোটি রুপি। এর মধ্যে ভারতে আয় ২৭৫ কোটি রুপির বেশি। আজকের আয় যোগ হলে বিশ্বব্যাপী মোট আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে, যা এটিকে বছরের অন্যতম বড় হিট ছবির তালিকায় নিয়ে যাবে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ পরিচালনা করেছেন আদিত্য ধর, যিনি আগে দর্শকদের ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছিলেন। এই ছবিতে রহমান চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। রণবীর সিংয়ের পাশাপাশি সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর. মাধবনের মতো অভিজ্ঞ অভিনেতাদের উপস্থিতি চলচ্চিত্রটিকে আরও প্রাণবন্ত করেছে।

Please Share This Post in Your Social Media

৪০০ কোটির দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক
Update Time : ০৪:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

দর্শকদের হৃদয় জয় করে চলেছে বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় শুক্রবারেই ছবিটি এমন এক রেকর্ড গড়েছে, যা এক দিনে ৫০টিরও বেশি চলচ্চিত্রের রেকর্ড ছাপিয়ে গেছে। বক্স অফিসে এক সপ্তাহের বেশি সময় পার করেও রণবীর সিং অভিনীত এই ছবি প্রতিদিনই নতুন নতুন মাইলফলক ছুঁয়ে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সাম্প্রতিক কয়েক বছরের বহু সুপারহিট সিনেমাকেও টপকে গেছে। যদিও মুক্তির প্রথম দিনে কিছু ছবির তুলনায় পিছিয়ে ছিল, তবে বর্তমানে এর বক্স অফিস আয় আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। দ্বিতীয় শুক্রবারে সর্বোচ্চ আয়ের ছবির তকমা নিজের দখলে নিয়েছে ‘ধুরন্ধর’।

দ্বিতীয় শুক্রবারে ছবিটি প্রায় ৩২.৫ কোটি রুপি আয় করে। এই আয়ের মাধ্যমে ‘পুষ্পা ২’ (২৭ কোটি), ‘ছাভা’ (২৩.৫ কোটি), ‘অ্যানিমেল’ (২১.৫৬ কোটি) এবং ‘গদর ২’ (২০.৫ কোটি)-এর মতো বড় ছবিগুলোকেও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’। সুতরাং বোঝাই যাচ্ছে, দ্বিতীয় শুক্রবারে আয়ের দিক থেকে শীর্ষে উঠে এসেছে এই ছবিটি।

এদিকে স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির নবম দিন অর্থাৎ দ্বিতীয় শনিবারে ভারতে সিনেমাটি নেট প্রায় ৫০.৯ কোটি রুপি আয় করে। সেদিন হিন্দি ভাষায় ছবিটির সামগ্রিক দর্শক উপস্থিতি ছিল ৬৬.০৯ শতাংশ, যা দর্শকদের প্রবল এক আগ্রহের ইঙ্গিত দেয়।

প্রথম সপ্তাহে ‘ধুরন্ধর’ আয় করে ২০৭.২৫ কোটি রুপি। অষ্টম দিনে যুক্ত হয় আরও ৩২.৫ কোটি। এর মাধ্যমে নবম দিনে ২৬.৫ কোটি আয় করা ‘সাইয়ারা’র মতো ছবিকেও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’।

শুধু ভারতেই নয়, বিদেশের বাজারেও দারুণ সাড়া ফেলেছে ছবিটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মাত্র আট দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ৩৭২.৭৫ কোটি রুপি। এর মধ্যে ভারতে আয় ২৭৫ কোটি রুপির বেশি। আজকের আয় যোগ হলে বিশ্বব্যাপী মোট আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে, যা এটিকে বছরের অন্যতম বড় হিট ছবির তালিকায় নিয়ে যাবে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ পরিচালনা করেছেন আদিত্য ধর, যিনি আগে দর্শকদের ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছিলেন। এই ছবিতে রহমান চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। রণবীর সিংয়ের পাশাপাশি সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর. মাধবনের মতো অভিজ্ঞ অভিনেতাদের উপস্থিতি চলচ্চিত্রটিকে আরও প্রাণবন্ত করেছে।