৩ মে হেফাজতের সম্মেলন সফল করতে সভা আয়োজন

- Update Time : ০৩:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ১৯ Time View
আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮ টায় মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসায় এই সভা অনুষ্ঠিত হয়। হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয়, মহানগর ও জোন কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
‘নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সকল হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের’ দাবীতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। হেফাজত নেতৃবৃন্দ দেশজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। উক্ত মহাসমাবেশের সার্বিক প্রস্তুতিসহ সকল বিষয়াদি অবহিত করার লক্ষ্যে প্রস্তুতি সভা শেষে বেলা ১১টায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী ,ড. আহমদ আব্দুল কাদের , মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্মমহাচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মীর ইদ্রিস, সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মুসা বিন ইজহার, মাৌওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মজিবুর রহমান, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মুফতি কামাল উদ্দিন, মুফতি মজিবুর রহমান চাটগামী, ড. শোয়াইব আহমদ, মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা কবি মুহিব খান, মুফতি শরীফ উল্লাহ, মাওলানা আফসার মাহমুদ, মুফতি আব্দুল মালেক প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়