৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন

- Update Time : ০৯:৪৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৯০ Time View
৩৫ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শুরুর আগে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হবে। প্রতিটি অনুষদ ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। আড়াই শতাধিক সিসি ক্যামেরায় তদারকি করা হবে ভোট গ্রহণ।
সোমবার ক্যাম্পাসে ব্রিফিংয়ে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো হুমকি নেই। আশা করি, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’ নির্বাচনে ১৩টি প্যানেল থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে। ডাকসু ও জাকসুতে পরাজয়ের পর চাকসুতেও বিজয়ের ধারা বজায় রাখতে চায় ছাত্রশিবির। অন্যদিকে ঘুরে দাঁড়াতে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্রদল।
এই নির্বাচন নিয়ে শুরু থেকেই বেশ তৎপর বিএনপি ও জামায়াতের নেতারা। ছাত্রশিবিরকে জয়ী করতে কার্যক্রম তদারকির জন্য টিম গঠন করে চট্টগ্রাম মহানগর জামায়াত। বিএনপি এ ধরনের টিম গঠন না করলেও দলটির কিছু নেতা ছাত্রদলের প্যানেলের কার্যক্রম তদারকি করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে চার স্তরে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে পুরো ক্যাম্পাস। পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর প্রায় এক হাজার ২০০ সদস্য দায়িত্বে থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। সোমবার থেকে ক্যাম্পাসে চালানো হয়েছে টহল। প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।