৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বন্ধ: বিটিআরসি

- Update Time : ০১:৪৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ২৭ Time View

কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে ৩০ অক্টোবরের মধ্যে তা বাতিল করে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে ৩০ অক্টোবরের মধ্যে তা বাতিল করে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিম বাতিল হয়ে যাবে।
সোমবার সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেসব গ্রাহক স্বেচ্ছায় অতিরিক্ত সিম বাতিল করবেন না, কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিজ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমকার্ড আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে।
যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে কমিশন দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলোর নিবন্ধন বাতিল করবে।
মোবাইল থেকে *16001# নম্বর ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে গ্রাহকরা জানতে পারবেন, ব্যক্তির নামে কতটি সিম নিবন্ধিত আছে।
বিটিআরসি জানিয়েছে, অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বর্তমানে দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার।