৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা, রেকর্ডে ভাসছে বাংলাদেশ
- Update Time : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১২৮ Time View
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে স্বাগতিকদের ব্যাটারদের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৫৮৭ রানে, ফলে ৩০১ রানের বিশাল লিড পেয়েছে টাইগাররা। এতে বাংলাদেশ কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নিয়েছে।
এই ইনিংসে এক নজিরবিহীন কীর্তিও গড়েছে বাংলাদেশ দল। দেশের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ চার ব্যাটারই অর্ধশতকের বেশি রান করেছেন।
তৃতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতেই শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরেন হাসান মুরাদ—ম্যাথু হামফ্রেসের বলে ক্যাম্পারের হাতে ক্যাচ দেন তিনি। এরপর নতুন আসা ব্যাটার নাহিদ রানা একটি চার মেরে লিডকে ৩০০–র ঘরে তোলেন, আর সঙ্গে সঙ্গে অধিনায়ক নজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করেন।
ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস- ২৮৬ বলে দুর্দান্ত ১৭১ রান, যার মধ্যে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। অপর প্রান্তে সাদমান ইসলামও খেলেছেন আক্রমণাত্মক ইনিংস, করেছেন ৮০ রান (১০৪ বলে)।
তিন নম্বরে ব্যাট করতে নামা মুমিনুল হক থেমেছেন ৮২ রানে, আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন দুর্দান্ত সেঞ্চুরি (১০০ রান, ১১৪ বলে)। পাঁচ নম্বরে মুশফিকুর রহিম আউট হন ২৩ রানে, তবে এরপর লিটন দাস যোগ করেন আরেকটি ফিফটি।
সব মিলিয়ে ইনিংসের প্রথম চার ব্যাটারের অর্ধশতক বা তার বেশি রানের ইনিংস- এমন ঘটনা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথম।
এ ছাড়া সিলেটের মাঠেও নতুন মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা। এই প্রথম সিলেট ভেন্যুতে টেস্টে বাংলাদেশের সংগ্রহ ৫০০ পার করল। এর আগে এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিল ৩৩৮ রান।
আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ম্যাথু হামফ্রেস, ইনিংসে নিয়েছেন ৫ উইকেট—টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার। দুই উইকেট পেয়েছেন ব্যারি ম্যাকার্থি।
এই ইনিংসের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে যোগ হলো একাধিক রেকর্ডের পালক। দেশের মাটিতে এটিই এখন বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ—এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৬০ রান ছিল রেকর্ড। আর সামগ্রিকভাবে টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ স্কোর; সর্বোচ্চ ৬৩৮ রান এসেছিল ২০১৩ সালে গলে, শ্রীলঙ্কার বিপক্ষে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়































































































