৩০০ কোটির ক্লাবে ‘টাইগার ৩’

- Update Time : ১০:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
- / ১৬৯ Time View
মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলেছে সালমান খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘টাইগার ৩’। প্রথম তিন দিনেই প্রায় ১৫০ কোটির কাছাকাছি আয় করে ফেলে সিনেমাটি। তবে চতুর্থ দিনে বেশ বড়সড় ধাক্কা খায়। পঞ্চম দিনেও আশানুরুপ আয় করতে পারেনি এটি। তবে সবমিলিয়ে বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে টাইগার ৩।
মুক্তির ষষ্ঠতম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘টাইগার ৩।’ সিনেমাটির টিম থেকে প্রকাশ করা একটি প্রেস নোট অনুসারে, টাইগার ৩ ভারতে ২২৯ কোটি (১৮৮.২৫ কোটি নেট) আয় করেছে। এটি বিশ্বব্যাপী ৭১ কোটি গ্রস (৮.৫০ মিলিয়ন) আয় করেছে। বিশ্বব্যাপী চলচ্চিত্রটির আয় এখন পর্যন্ত ৩০০ কোটি (৩৬.১৫ মিলিয়ন)।
বিবৃতি অনুসারে, সিনেমাটি মুক্তির পাঁচ দিন শেষে ভারতে ১৮৮.২৫ কোটি নেট আয় করেছে। প্রথম দিনে ৪৪.৫০ কোটি, দ্বিতীয় দিনে ৫৯.২৫ কোটি, তৃতীয় দিনে ৪৪.৭৫ কোটি, চতুর্থ দিনে ২১.২৫ কোটি এবং পঞ্চম দিনে ১৮.৫০ কোটি আয় করেছে। বাণিজ্য সূত্র অনুসারে, ষষ্ঠ দিনে সিনেমাটি ভারতে প্রায় ২০ কোটির মতো আয় করতে যাচ্ছে।
শুরুতে দুর্দান্ত সাড়া থাকলেও হঠাৎ করে এই ছন্দপতন শাহরুখের রেকর্ড ভাঙার দৌড়ে বেশ পিছিয়ে দিয়েছে সালমানকে। যেখানে যশরাজ স্পাই ইউনিভার্সের ‘পাঠান’ বিশ্বব্যাপী ৩১৩ কোটি রুপি আয় করেছিল। চতুর্থ দিনে বিশ্ব বক্স অফিসে ১১৬ কোটি আয় করেছিল ‘পাঠান’, সেই অঙ্কের ধারেকাছেও যেতে পারছে না ‘টাইগার ৩’।
এ বছর কিং খানের দুটি সিনেমাই বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপির আয় অতিক্রম করেছে। তবে সালমান খান এখনো ১০০০ কোটির ক্লাবে নাম লেখাতে পারেননি।
এখন পর্যন্ত বিশ্বব্যাপী তার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হলো ‘বাজরাঙ্গি ভাইজান’, যেটি বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপি আয় করেছে।
মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ ‘পাঠান’ শাহরুখ ও ‘কবীর’ হিসেবে হৃতিক রোশনের উপস্থিতি।
সূত্র : স্যাকনিল্ক