২৬ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

- Update Time : ১০:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১৯৮ Time View
পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আগামী ১ জুন ২০২৫ থেকে ২৬ জুন ২০২৫ পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। অফিস বন্ধ থাকবে ১ জুন থেকে ১৯ জুন ২০২৫ পর্যন্ত।
আজ বুধবার (২৮ মে) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কে. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উপাচার্যের অনুমোদনক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছুটির পরে কর্মদিবসে প্রতিটি বিভাগ ও দপ্তরে সংশ্লিষ্টদের উপস্থিতি বা অনুপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকলেও ছুটিকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে যথারীতি দায়িত্ব পালন করবেন জরুরি সার্ভিসের আওতাভুক্ত কর্মীরা। এছাড়া বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।