২৪ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে আলোচনা সভা

- Update Time : ০৫:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ৬২ Time View
জাতীয় প্রেসক্লাবে ১৫ জানুয়ারি (বুধবার) রাষ্ট্রভাবনা ও কাঙ্খিত বাংলাদেশের উদ্যোগে ২৪ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ সংগঠনের আয়োজনে ‘২৪ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ও জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট রাষ্ট্রচিন্তক, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে যে আলোচনা চলছে, সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। এ জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। বিচারব্যবস্থার ওপরে জনসাধারণ আস্থা হারিয়েছে। শেখ মুজিবুর রহমানের সময়েই চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তিত হয়েছিল। শেখ হাসিনার সরকার বাক্স্বাধীনতা হরণসহ অসংখ্য হয়রানিমূলক মামলা, গুম, খুনের মতো সীমাহীন স্বেচ্ছাচারিতা করেছে। এসবের বিচার হওয়া প্রয়োজন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য রাষ্ট্র ভাবনা ও কাঙ্খিত বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন। বক্তব্য রাখেন সাবেক সচিব মাসুদ আহমেদ, আবু আলম শহিদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, গণফ্রন্ট সাধারণ সম্পাদক এডভোকেট আহমেদ আলী শেখ, এবিএম ওয়ালিউর রহমান খান প্রমুখ।
সংগঠনের আহবায়ক আসাদুজ্জামানের সভাপতিত্বে সদস্য সচিব নুরুল কাদের সোহেল স্বাগত বক্তব্য রাখেন।