২২ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন কার্তিক

- Update Time : ১১:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১১৭ Time View
বলিউডের নতুন তারকা কার্তিক আরিয়ান। একের পর সফল সিনেমা উপহার দিচ্ছেন।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘সত্যপ্রেম কি কথা’ ছবিটিও দারুণ ব্যবসা করছে বক্স অফিসে। সেই খুশিতে ফুরফুরে মেজাজে আছেন অভিনেতা। আর খোশ মেজাজে কিনে নিলেন নতুন একটি ফ্ল্যাট।
মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে সিদ্ধি বিনায়ক সোসাইটিতে ফ্ল্যাটটি কিনেছেন কার্তিক। ওই ভবনের অষ্টম তলায় আরও একটি ফ্ল্যাট রয়েছে অভিনেতার। সেখানেই পরিবার নিয়ে থাকেন তিনি। নতুন ফ্ল্যাটের অবস্থান দ্বিতীয় তলায়।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ জুন ফ্ল্যাটটি কিনেছেন কার্তিক। ১ হাজার ৫৩৬ বর্গফুটের এই ফ্ল্যাটের জন্য তিনি ১৭ কোটি ৫০ লাখ রুপি ব্যয় করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি টাকারও বেশি। এ ছাড়া রেজিস্ট্রেশনের জন্য আরও ১ কোটি ৫ লাখ রুপি খরচ করেছেন কার্তিক।
সূত্র বলছে, কার্তিক আরিয়ান নতুন এই ফ্ল্যাটের পাওয়ার অব অ্যাটর্নি করেছেন তার মা মালা তিওয়ারিকে। তিনিই এর যাবতীয় রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করবেন।
প্রসঙ্গত, ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি ঈদ উপলক্ষে গত ২৯ জুন মুক্তি পেয়েছে। এতে কার্তিকের নায়িকা কিয়ারা আদভানি। ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। সেই সঙ্গে বক্স অফিসে প্রায় ৫৬ কোটি রুপি আয় করেছে। বর্তমানে কার্তিকের হাতে রয়েছে কবির খানের নির্মাণে ‘চান্দু চ্যাম্পিয়ন’ ও সফল ফ্র্যাঞ্চাইজি ‘আশিকি’র তৃতীয় কিস্তি।