আফগানিস্তানের টার্গেট ২২২, ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ ১৩৬ রান

- Update Time : ১১:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৩৫ Time View
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। রশিদ খানের ঘূর্ণি ও ওমরজাইর নিয়ন্ত্রিত পেস বোলিংয়ে ২২১ রানেই অলআউট হয়ে গেছে। ৩৮ রানে তিনটি উইকেট নেন রশিদ খান। ৪০ রানে ৩টি নেন ওমরজাইও। ৫৫ রানে দুটি নিয়েছেন এএম গজনফর। একটি নিয়েছেন নানগেলিয়া খারোটে।
জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে আফগানিস্তান। স্পিনার তানভীর ইসলাম ২৩ রানে ওপেনার ইব্রাহিম জাদরানকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন। প্রথম ৫ ওভার শেষে ৩০ রান তুলেছেন আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
৫৩ রানে তৃতীয় উইকেট পতনের পর বাংলাদেশকে দারুণভাবে টেনে নিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে ১০১ রান যোগ করেন তারা। দুর্ভাগ্যক্রমে ৩৫.২ ওভারে রানআউটে কাটা পড়েন হৃদয়। ফেরার আগে ৮৫ বলে ৫৬ রান করেন তিনি। তাতে ছিল ১টি চার ও ৩টি ছক্কা।
অভিষেকে ২৬ রানে আউট হলেন সাইফ
২৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন ওপেনার সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। ২৮ রান যোগ করেছিলেন তারা। তাদের ব্যাটেই ১০ ওভারে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫১। নানগেলিয়া খারোটে ১২তম ওভারে প্রথমবার আক্রমণে এলে তাকে মেরে খেলতে যান সাইফ। কিন্তু তার ফ্লাইটেড ফুলার লেংথের ডেলিভারি ঠিকমতো ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি। রশিদ খানের কাছে ক্যাচ দিয়ে অভিষেক ম্যাচে আউট হয়েছেন ২৬ রানে। তার ৩৭ বলের ইনিংসে ছিল ৫টি চার। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৫৩ রানে।
টি-টোয়েন্টি সিরিজের শতভাগ সাফল্যের পর সিরিজের প্রথম ওয়ানডেতে আবুধাবিতে টস জিতে শুরুতে ব্যাটিং নেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। এশিয়া কাপেও সুপার ফোরে পৌঁছে গিয়েছিল। যদিও ওয়ানডেতে চিত্রটা একেবারেই উল্টো। গত বছরের নভেম্বর থেকে টানা তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল এই আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। সর্বশেষ ওয়ানডে সিরিজে জয় এসেছিল ২০২৪ সালের মার্চে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশ একাদশে মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। নাঈম শেখ ভিসা জটিলতায় এখনও যেতে পারেননি। তাছাড়া ২০২৩ সালের পর ওয়ানডে খেলতে নামছেন নুরুল হাসান সোহান। ফিরেছেন পেসার হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪৮.৫ ওভারে ২২১/১০ (তাসকিন ৪*; তানজিদ ১০, শান্ত ২, সাইফ ২৬, হৃদয় ৫৬, মিরাজ ৬০, জাকের ১০, নুরুল ৭, হাসান ৫, তানজিম ১৭, তানভীর ১১)
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নানগেলিয়া খারোটে, এএম গজনফর ও বশির আহমেদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়