২১, ২২, ২৩ গণসংযোগ, ২৪ ডিসেম্বর বিএনপির অবরোধ

- Update Time : ০৩:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ১২৩ Time View
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী- আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার, শুক্র ও শনিবার) টানা তিনদিন ঢাকাসহ সারাদেশে গণসংযোগ এবং রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, অসহযোগ ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ২১,২২, ২৩ ডিসেম্বর গণসংযোগের লিফলেট বিতরণ এবং ২৪ ডিসেম্বর সর্বাত্মক সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানান রিজভী। এছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস বিদ্যুৎ বিল দেয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। আগামী ৭ জানুয়ারির ভোট প্রতিহতের অংশ হিসেবে এসব কর্মসূচি বলে জানান রিজভী।
নওরোজ/এসএইচ