২০ তলা শপিং সেন্টার মালিককে খুঁজে পাচ্ছে না রাজউক

- Update Time : ০৯:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৩ Time View
রাজধানীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্লান পাশ না করেই নির্মাণ হচ্ছে ২৮ কাঠা জমির উপর ২০ তলা শপিং সেন্টার।
এবিষয়ে রাজউকের পক্ষ থেকে জোন ৭/১ এর অথরাইজ অফিসার ঐ নির্মাণাধীন ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ করে বৈধ প্লানসহ প্রয়োজনীয় কাগজপত্রের আহ্বান করেও সারা পাননি।
অভিযোগে জানাগেছে,রাজধানীর কদমতলী থানার দনিয়া মৌজার মেরাজনগর এ ব্লকে সাফা মারওয়া ০১’ নামের মালিক জসিম সরদার এই ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগে আরো জানাগেছে, রাজউকের পক্ষ থেকে বারবার নোটিশ করা হলেও ভবন নির্মাণ কাজ বন্ধ না করে ইতিমধ্যে ২০ তলা ভবনের সাইনবোর্ড ঝুলিয়ে ৫ তলার ছাদ নির্মাণ কাজ সম্পন্ন করেছে।
স্থানীয়দের অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্থানীয় যুবলীগের প্রভাবশালী একটি গ্রুপ জমিতে বসবাস করা ৬টি পরিবারকে উচ্ছেদ করে জায়গা খালি করে ভবন নির্মাণের কাজ শুরু করে। এবিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে কদমতলী থানায় অভিযোগ করেও প্রতিকার পাওয়া না গেলেও উল্টো বিপাকে পড়তে হয়েছে।
শনিআখড়ার পলাশপুর এলাকার লেবার সর্দার জসিম ওরফে জসিম সর্দারের নেতৃত্বে একটি ভুমি জালিয়াতি চক্র জাল কাগজপত্র তৈরি করে মানুষের জমি দখলে নিয়ে ভবন নির্মান করছে। এই চক্রের সদস্যরা স্থানীয় ভুমি অফিস ও থানার পুলিশ ম্যানেজ করে বিগত সরকারের শাসনামলে এই ভবন নির্মান শুরু করে। এদিকে ভবন তৈরীর কাজ শুরুর আগেই বিজ্ঞাপন প্রচার করে দোকান ও ফ্লাট বরাদ্দের নামে সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারনা মাধ্যমে হাতিয়ে নিয়েছেন প্রায় শত কোটি টাকা।
অভিযোগ রয়েছে অন্যের জমি দখল সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে গত ৫ বছরেই লেবার জসিম এখন শত কোটি টাকার মালিক বনে গেছেন।
এবিষয়ে রাজউকের দায়িত্বপ্রাপ্ত জোন ৭/১ এর অথরাইজ অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম জানিয়েছেন, সাফা মারওয়া- ১ ভবনের মালিক দাবিদার জসিম সরদারকে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়