ব্রেকিং নিউজঃ
২০২২-২৩ শিক্ষাবর্ষের কোটার সাক্ষাৎকারের তারিখ দিয়েছে জবি

মো রাকিব হাসান জবি প্রতিনিধি :
- Update Time : ০৪:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ৩৪৪ Time View
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বি ইউনিটে ভর্তিচ্ছু কোটাধারীদের সাক্ষাৎকারের তারিখ করা হয়েছে ২৩ জুলাই।
মঙ্গলবার (১৮ জুলাই) কলা অনুষদের ডিন ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চায়ন কর হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোটার সাক্ষাৎকার নেওয়া হবে ডিন অফিসে।সাক্ষাৎকারের সময় কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের কোটার সাক্ষাৎকারের জন্য কোটার কাগজ সহ নির্ধাতিন সময়ে ডিন অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।
কোটার সাক্ষাৎকার দুটি ধাপে বিভক্ত করে নেওয়া হবে বলে জানান হয়েছে। প্রথম ধাপে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং ২য় ধাপে ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। প্রথম ধাপে রয়েছে খেলোয়াড় কোটা, হরিজন ও দলিত সম্প্রদায় কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা। এবং ২য় ধাপে মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা, পোষ্য (ওয়ার্ড) কোটা।
এছাড়াও বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধার সন্তানদের ভর্তির পর আসন শূণ্য থাকা সাপেক্ষে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটার সাক্ষাৎকার ২৪ জুলাই নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Tag :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়