১৯ বছর পর পাকিস্তানিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত

- Update Time : ১০:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ১৪ Time View
দীর্ঘ ১৯ বছর ধরে চলা পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত। ওভারসিজ পাকিস্তানিস মন্ত্রণালয়ের মুখপাত্র মুস্তাফা মালিক স্থানীয় সময় সোমবার (২৬ মে) এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।
নতুন নির্দেশনার অধীনে, পাকিস্তানি নাগরিকদের জন্য কুয়েত এখন বিভিন্ন ধরণের ভিসা দেবে, যার মধ্যে রয়েছে কর্মসংস্থান (ওয়ার্ক), পারিবারিক, সফর, পর্যটন ও বাণিজ্যিক ভিসা।
মুস্তাফা মালিক বলেন, এটি কুয়েতে হাজার হাজার পাকিস্তানির জন্য চাকরি, ব্যবসা এবং পর্যটনের সুযোগ সৃষ্টি করবে। বিশ্ব এখন দক্ষ পাকিস্তানি কর্মীদের জন্য তাদের দরজা খুলে দিচ্ছে। বিশেষকরে আরব দেশগুলো পাকিস্তানের দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী।
এদিকে, কুয়েতে পাকিস্তানের রাষ্ট্রদূত ড. জাফর ইকবাল শীঘ্রই ১২শ’ পাকিস্তানি নার্সকে কুয়েতের স্বাস্থ্য খাতে সহায়তা প্রদানের জন্য নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছেন।
তিনি প্রকাশ করেন, গত সপ্তাহে ১২৫ নার্সের একটি প্রাথমিক দল কুয়েত আসার কথা ছিল। তবে, বাসস্থান সংক্রান্ত সমস্যার কারণে তাদের আসা বিলম্বিত হয়েছে।
তিনি নিশ্চিত করেন যে বিশেষ টিমগুলো এই বিষয়টি সমাধানের জন্য সক্রিয়ভাবে কাজ করছে এবং নার্সরা আগামী কয়েক দিনের মধ্যে কুয়েত পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
ইকবাল ভিসা প্রক্রিয়ায় একটি বড় উন্নয়নের কথা জানিয়ে বলেন, ‘আমি আনন্দের সাথে নিশ্চিত করতে পারি যে কুয়েত কর্তৃপক্ষ চলতি মাস থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য কাজ, পরিবার ভ্রমণ, নির্ভরশীল, পর্যটন এবং বাণিজ্যিক ভিসা জারি করা পুনরায় শুরু করেছে। প্রস্তাবিত ভিসা আবেদনপত্র এখন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে।