ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের ১৯টি আসনে ৮০–৯০ জন যাচ্ছেন বৈঠকে অংশ নিতে

মো.মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
  • Update Time : ০১:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১০৩ Time View

বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে বৈঠকে বসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ৮০ থেকে ৯০ জন মনোনয়ন প্রত্যাশী বর্তমানে ঢাকায় রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬টি আসনে প্রায় ৩৫ জন প্রার্থী দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বৈঠকে অংশ নেবেন।

সিলেট-১ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আলোচনায় রয়েছেন। সিলেট-২ আসনে আছেন নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও প্রবাসী নেতা হুমায়ুন কবির।

সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক, ব্যারিস্টার এম.এ. সালাম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল আহাদ খান জামালসহ সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী।

সিলেট-৪ আসনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীসহ পাঁচজনের নাম আলোচনায় রয়েছে।

সিলেট-৫ আসনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু মামুন), যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আশিক চৌধুরী, প্রবাসী নেতা ফাহিম আল চৌধুরী, জাকির হোসেনসহ ছয়জন মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন।

সিলেট-৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান চৌধুরী শাহিন, দলের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীসহ সাতজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন।

সুনামগঞ্জ-৫ আসনে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের মধ্যে যে কেউ মনোনয়ন পেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সিলেট জেলার বাইরে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মনোনয়ন প্রত্যাশীরাও এ বৈঠকে অংশ নিচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মিফতাহ সিদ্দিকী বলেন, “প্রাথমিক খসড়া তালিকার কাজ প্রায় শেষ। দল যাকে যোগ্য মনে করবে, তাকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হবে।”

সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল বলেন, “আজকের বৈঠকে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হবে। পরে কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

দলীয় সূত্র মতে, বৈঠকে প্রার্থীদের সাংগঠনিক তৎপরতা, মাঠপর্যায়ের জনপ্রিয়তা ও অতীত ভূমিকা বিবেচনায় এনে চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে।

Please Share This Post in Your Social Media

সিলেটের ১৯টি আসনে ৮০–৯০ জন যাচ্ছেন বৈঠকে অংশ নিতে

মো.মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
Update Time : ০১:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে বৈঠকে বসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ৮০ থেকে ৯০ জন মনোনয়ন প্রত্যাশী বর্তমানে ঢাকায় রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬টি আসনে প্রায় ৩৫ জন প্রার্থী দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বৈঠকে অংশ নেবেন।

সিলেট-১ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আলোচনায় রয়েছেন। সিলেট-২ আসনে আছেন নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও প্রবাসী নেতা হুমায়ুন কবির।

সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক, ব্যারিস্টার এম.এ. সালাম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল আহাদ খান জামালসহ সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী।

সিলেট-৪ আসনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীসহ পাঁচজনের নাম আলোচনায় রয়েছে।

সিলেট-৫ আসনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু মামুন), যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আশিক চৌধুরী, প্রবাসী নেতা ফাহিম আল চৌধুরী, জাকির হোসেনসহ ছয়জন মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন।

সিলেট-৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান চৌধুরী শাহিন, দলের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীসহ সাতজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন।

সুনামগঞ্জ-৫ আসনে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের মধ্যে যে কেউ মনোনয়ন পেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সিলেট জেলার বাইরে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মনোনয়ন প্রত্যাশীরাও এ বৈঠকে অংশ নিচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মিফতাহ সিদ্দিকী বলেন, “প্রাথমিক খসড়া তালিকার কাজ প্রায় শেষ। দল যাকে যোগ্য মনে করবে, তাকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হবে।”

সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল বলেন, “আজকের বৈঠকে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হবে। পরে কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

দলীয় সূত্র মতে, বৈঠকে প্রার্থীদের সাংগঠনিক তৎপরতা, মাঠপর্যায়ের জনপ্রিয়তা ও অতীত ভূমিকা বিবেচনায় এনে চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে।