১৭ বছরে ডেভেলপমেন্ট প্রকল্পের নামে হরিলুট হয়েছে—রংপুর বিভাগীয় কমিশনার
- Update Time : ০৬:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৬ Time View
রংপুর বিভাগীয় কমিশনার মো.শহিদুল ইসলাম এনডিসি বলেছেন, দেশর উন্নয়নে ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে ৮০% খরচ হয়। আর এই সুযোগ নিয়ে বিগত সময়ে ১৭ বছরে ডেভেলপমেন্ট প্রকল্পের নামে হরিলুট হয়েছে। লাখ লাখ ডলার বিদেশে পাচার হয়েছে। সেগুলোর যথাযথ বিচার হলে অনেকটাই দুর্নীতি কমে আসবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, সরকারের বাইরে ব্যক্তিগত পর্যায়ে বড়ধরণের দুর্নীতি হয়। ব্যক্তি পর্যায়ে রাজধানীতে একেকজন একাধিক অট্রালিকার মালিক। কিভাবে এগুলো গড়ে উঠছে, কিভাবে এতো টাকার মালিক হচ্ছে, সে দিকেও আমাদের নজরদারী দরকার। তাই দেশের প্রেক্ষাপটে সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে দুদককে কাজ করতে হবে। তাহলে দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
তিনি বলেন, আমাদের সবার মাঝে কমিটমেট থাকা জরুরী। সর্বস্তরে জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিতের মধ্যদিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সামনে নির্বাচন। এই নির্বাচন শুধু ৫ বছরে সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই নির্বাচনে দুটি ব্যালট পেপার থাকবে। একটা গণভোট আর একটা জাতীয় সংসদের নির্বাচনের ভোট। এই ভোটের মাধ্যমে আপনি নাগরিক হিসেবে ঠিক করবেন, দেশকে আপনি আগামী একশ বছরে কোথায় দেখতে চান। একটা পরিবর্তিত সময়ের মাধ্যমে এই সুযোগ এসেছে, তাই একশ বছরের পরিকল্পনা ধরে আমাদের এগিয়ে নিতে হবে দেশকে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতিবিরোধী দিবসের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আ ক ম আকতারুজ্জামান বসুনীয়া, দুর্নীতি দমন কমিশন বিভাগীয় পরিচালক মোহাং নুরুল হুদা, পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন, দুর্নীতি দমন কমিশন রংপুরের উপপরিচালক মো: শাওন মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. নাসিমা আকতার, সচেতন নাগরিক কমিটি সনাক রংপুরের সভাপতি ড. শ্বাশত ভট্রাচার্য। সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
এর আগে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করে অতিথিবৃন্দ। পরে বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। টাউনহল চত্বরে দিনব্যাপী দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী হয়। দুর্নীতি দিবসের অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির রংপুরের সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।


















































































































































































