১৭ ও ২৪ মে অধস্তন আদালতের সকল কার্যক্রম চলবে

- Update Time : ০৭:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ১৬ Time View
আগামী ১৭ ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল খোলা থাকবে।
তবে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে শুধু দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।
প্রধান বিচারপতির আদেশক্রমে ১২ মে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে এবং ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট) উভয় বিভাগে শুধু দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।’
এ ছাড়া, রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে এবং দাপ্তরিক কাজের স্বার্থে আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল খোলা থাকবে।’