প্রধান বিচারপতি
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যত সরকার অনুসরণ করতে পারবে
- Update Time : ০৭:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৪৮ Time View
গত ১৬ মাসের মাননির্ধারক ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতের যেকোনো সরকার অনুসরণ করতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউতের সঙ্গে এক আলোচনা সভায় সোমবার তিনি এ কথা বলেন। তিনি বিচার বিভাগীয় নেতৃত্বে এবং বিভিন্ন্ দেশের সাথে ‘জে-টু-জে কূটনীতি’ শক্তিশালী করার আহ্বান জানান, যাতে রাজনৈতিক পরিবর্তনের পরও সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের কনফারেন্স কক্ষে ‘Workshop: Jurisprudence in Transitional Contexts, Exchange’ শীর্ষক সভায় প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বলেন, ২০২৪ সালের আগস্ট মাসে দায়িত্ব গ্রহণের পর তিনি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ শুরু করেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনিশ্চিত থাকা সত্ত্বেও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে তিনি অবিরাম চেষ্টা চালিয়ে যান। বিগত ১৫ বছরের ‘সাংবিধানিক বিচ্যুতির ফলে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যস্ত হয়েছে। সেগুলো হলো, সংবিধানের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, সরকারের আইনগত ভিত্তিকে সহায়তা প্রদান এবং বিচার বিভাগের স্বায়ত্বশাসন পুনরুদ্ধার।
তিনি উল্লেখ করেন, ঐতিহাসিক রায়, অধ্যাদেশ ও নীতিগত সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানবাদকে পুনরুজ্জীবিত করেছে। তিনি জোর দিয়ে বলেন, বিগত ১৬ মাসের মাননির্ধারক এই ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতের যেকোনো সরকার অনুসরণ করতে পারবে। পাশাপাশি তিনি বিচার বিভাগীয় নেতৃত্বে এবং বিভিন্ন্ দেশের সাথে ‘জে-টু-জে কূটনীতি’ শক্তিশালী করার আহ্বান জানান, যাতে রাজনৈতিক পরিবর্তনের পরও সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকে।
এর আগে নেপালের প্রধান বিচারপতি হোটেল ইন্টারকন্টিনেন্টালের কনফারেন্স কক্ষে ‘Communications and Voices from the Media; Staying relevant; Social Media Use Protocol’ শীর্ষক সভায় অংশগ্রহণ করেন। আইন সাংবাদিকতার সাথে যুক্ত সংগঠন ‘ল’ রিপোরটার্স ফোরাম’ ও ‘সুপ্রিম কোর্ট রিপোরটার্স ফোরাম’ থেকে পাঁচ জন করে ১০ জন সদস্য নিয়ে নেপালের প্রধান বিচারপতির উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের রোডম্যাপের উপর ভিত্তি করে বাংলাদেশের বিচার বিভাগ সংস্কার যাত্রায় গণমাধ্যম কি ভূমিকা পালন করেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় যাতে নেপালের বিচার বিভাগ সংস্কার কাজে এ অভিজ্ঞতা কাজে লাগানো যায়।
নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগে গৃহীত সংস্কার কার্যক্রম প্রত্যক্ষ করণ, অভিজ্ঞতা বিনিময়সহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ সফর করেন। তিনি শনিবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
রোববার সকালে নেপালের প্রধান বিচারপতি তাঁর সফরসঙ্গীসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টে সফরে যান। এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরে নেপালের প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন, বিশেষ করে প্রধান বিচারপতির উদ্যোগে চালু হওয়া ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন’ কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।
পরে প্রকাশ মান সিং প্রধান বিচারপতি আপীল বিভাগের ১ নম্বর এজলাসে (প্রধান বিচারপতির এজলাস) অনুষ্ঠিত বিচারকার্য প্রত্যক্ষ করেন। এ সময় প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতি সেখানে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে প্রধান বিচারপতি নেপালের প্রধান বিচারপতি ও তাঁর সঙ্গে আগত প্রতিনিধি দলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন। এছাড়া নেপালের প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
একই দিন দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেপালের প্রধান বিচারপতি প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ‘Discussion on Roadmap, Roadshow Legislative Changes, Judicial Integrity and Partnership Building’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এরপর বিকাল সাড়ে তিনটায় নেপালের প্রধান বিচারপতির সভাপতিত্বে একই হোটেলের কনফারেন্স কক্ষে ‘Delivering Justice while Managing Crisis’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘Workshop on Digitalization, Gender Justice, Specialization of Courts, Judicial Independence and Integrity’ শীর্ষক কর্মশালায় অংশ নেন।
নেপালের প্রধান বিচারপতির এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন বিচারপতি স্বপ্না প্রধান মাল্লা, বিচারপতি বিনোদ শর্মা ও চিফ রেজিস্ট্রার বিমল পৌডেল। সফর শেষে নেপালের প্রধান বিচারপতি আজ মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































