১৬ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

- Update Time : ০৫:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৬ Time View
পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৩ মার্চ (রবিবার) থেকে ৭ এপ্রিল (সোমবার ) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে এবং ৪ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম নির্ধারিত নিয়মে চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে। ৬ এপ্রিল (রবিবার) সকাল ৮:০০ টায় হলসমূহ পুনরায় খুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২৮ মার্চ (শুক্রবার) সকাল ১০:০০ টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়