১৫ সেপ্টেম্বর নবীনদের পদচারণায় মুখরিত হবে শেকৃবি
- Update Time : ১০:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪৭২ Time View
কৃষিগুচ্ছ পদ্ধতির আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য-সচিব শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওইদিন সকাল সাড়ে আটটা থেকে নবীন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলার অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ওরিয়েন্টেশন কর্মসূচি।
এরপর দিন ১৬ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট অনুষদের ক্লাস রুটিন অনুযায়ী নিয়মিত পাঠদান শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, “ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, নিয়মাবলী এবং পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করবে।”




























































































































































































