ব্রেকিং নিউজঃ
১৫৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০২:১৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ৮ Time View
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ রাজধানীর কারওয়ান বাজার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ১৩ তলা নির্মাণাধীন বিল্ডিং এর গেটের সামনে ২ ডিসেম্বর অভিযান চালিয়ে ১৫৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোসাঃ মীম (২৩) ও তার সহযোগী মোসাঃ নাজমা বেগমকে (৪০) গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে যোগসাজসে ঢাকা মহানগরীর তেজগাঁও থানাধীন এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় অপরাধ করেছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








































































































































