ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

১৪ লাখ কোটি টাকা পাচার করেছে আ.লীগ সরকার: মুফতী ফয়জুল করিম

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৭:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ২৬ Time View

আওয়ামী লীগ সরকারের আমলে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা বাংলাদেশের প্রায় দুইবারের বাজেটের সমান। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে ৯৮ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। বর্তমানে প্রতিটি বাংলাদেশির মাথার ওপর প্রায় দেড় লাখ টাকা ঋণ রয়েছে।

তিনি বলেন, দেশের গরিব, শ্রমিক, কামার, ও সাধারণ মানুষরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স দেয়, যা সরকারের আয়ের মূল উৎস। অথচ সেই অর্থ সঠিকভাবে জনগণের উন্নয়নে ব্যবহৃত হয় না। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণের অর্থ আত্মসাৎ করা হয়, এমনকি ভিক্ষার টাকাতেও কর বসানো হয়। সরকার জনগণের টাকায় চলে, কিন্তু সেই টাকার সঠিক ব্যবহার না হলে সরকার জনগণের কোনো উপকারে আসে না।

মুফতী ফয়জুল করিম বলেন, সরকার জনগণের কল্যাণের জন্য কোনো আইন পাস করেনি। বরং সরকার শুধুমাত্র নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য আইন পাস করেছে। সরকারের পাশ করা আইনের মাধ্যমে জাতিকে নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে, যা জনগণের অধিকার ও স্বাধীনতার পরিপন্থি। সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। যদি সরকার এই দায়িত্ব পালন না করে, তাহলে এমন সরকারেরই কোনো প্রয়োজন নেই।

সখিপুর থানা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেনের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন দলটির উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী, জেলার সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, সহ-সভাপতি মাওলানা আনোয়ার আল-নোমান, অ্যাডভোকেট মুহাম্মদ মানিক মিয়া সরদার, মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

১৪ লাখ কোটি টাকা পাচার করেছে আ.লীগ সরকার: মুফতী ফয়জুল করিম

জাতীয় ডেস্ক
Update Time : ০৭:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ সরকারের আমলে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা বাংলাদেশের প্রায় দুইবারের বাজেটের সমান। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে ৯৮ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। বর্তমানে প্রতিটি বাংলাদেশির মাথার ওপর প্রায় দেড় লাখ টাকা ঋণ রয়েছে।

তিনি বলেন, দেশের গরিব, শ্রমিক, কামার, ও সাধারণ মানুষরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স দেয়, যা সরকারের আয়ের মূল উৎস। অথচ সেই অর্থ সঠিকভাবে জনগণের উন্নয়নে ব্যবহৃত হয় না। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণের অর্থ আত্মসাৎ করা হয়, এমনকি ভিক্ষার টাকাতেও কর বসানো হয়। সরকার জনগণের টাকায় চলে, কিন্তু সেই টাকার সঠিক ব্যবহার না হলে সরকার জনগণের কোনো উপকারে আসে না।

মুফতী ফয়জুল করিম বলেন, সরকার জনগণের কল্যাণের জন্য কোনো আইন পাস করেনি। বরং সরকার শুধুমাত্র নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য আইন পাস করেছে। সরকারের পাশ করা আইনের মাধ্যমে জাতিকে নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে, যা জনগণের অধিকার ও স্বাধীনতার পরিপন্থি। সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। যদি সরকার এই দায়িত্ব পালন না করে, তাহলে এমন সরকারেরই কোনো প্রয়োজন নেই।

সখিপুর থানা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেনের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন দলটির উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী, জেলার সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, সহ-সভাপতি মাওলানা আনোয়ার আল-নোমান, অ্যাডভোকেট মুহাম্মদ মানিক মিয়া সরদার, মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।