১৪ বছর পর ভারতে আসছেন মেসি,যেভাবে মিলবে টিকিট

- Update Time : ১০:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ২৯ Time View
আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারতের মাটিতে পদার্পণ করতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পোস্টে মেসি নিজেই নিশ্চিত করেছেন, আগামী ডিসেম্বর মাসে তিনি ভারতের বিভিন্ন শহরে উপস্থিত থাকবেন। ক্রীড়া ও বিনোদনপ্রেমীদের জন্য এটি এক অবিস্মরণীয় সফর হতে যাচ্ছে।
মেসি ভারত সফরের সময় কলকাতা, মুম্বাই, দিল্লি এবং সম্ভবত আরও একটি শহরের ঐতিহাসিক স্টেডিয়ামে অংশ নেবেন বিভিন্ন অনুষ্ঠানে। তার সফরের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপ এবং দাতব্য উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ করে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর একটি বিশেষ ক্রিকেট ম্যাচে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। এ ম্যাচে মেসির প্রতিপক্ষ হতে পারেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা—বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা। ফুটবল মাঠের ‘গোট’ এবার ব্যাট হাতে ক্রীড়ার মঞ্চে, যা ভারতীয় ভক্তদের জন্য এক অনন্য মুহূর্ত।
কলকাতায় মেসি ইডেন গার্ডেন্সে অংশ নেবেন বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধনা জানাবেন। এছাড়া তিনি শিশুদের জন্য ফুটবল কর্মশালা পরিচালনা করবেন এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে কলকাতায় আয়োজিত হবে “গোট কাপ”, একটি ৭-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট।
মেসি ভারত সফরের জন্য টিকিট পাওয়া যাবে শুধুমাত্র District অ্যাপের মাধ্যমে। এই সফর তার ভারতে দ্বিতীয় সফর, এর আগে ২০১১ সালে তিনি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন।
বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মায়ামি ক্লাবে খেলছেন। তিনি ইতোমধ্যেই জানিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্ব আসর। এই সফরের মধ্য দিয়ে মেসি ভারতীয় ভক্তদের জন্য নতুন ক্রীড়ার ও বিনোদনের অভিজ্ঞতা উপহার দিতে প্রস্তুত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়