ব্রেকিং নিউজঃ
১২৩ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক কারবারি আটক

শরিফুল হক পাভেল
- Update Time : ১২:৪৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ২৬৯ Time View
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ লিপু (৫০), জিন্টু ডালী (৪৮), মোঃ নজরুল ইসলাম (৪২), মোঃ আকাশ (৩১), মোঃ মাইদুল হাসানকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৩।
সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) মো: শামীম হোসেন সাংবাদিকদের জানান গত ১৬ মে ১২৩ বোতল ফেন্সিডিলসহ এসব মাদক কারবারীদের আটক করা হয়।
শামীম হোসেন আরো জানান, গ্রেফতারকৃত লিপু মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা। চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে এসে রাজধানীর শ্যামপুর এলাকা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করতো।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১২৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
এসকল মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব এর এই কর্মকর্তা।