ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন সম্ভব নয়: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৩৫ Time View

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। অর্থবিত্তবানরাই এখন রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আলোচনার বিষয় ছিল  “নভেম্বর থেকে জুলাই: বিপ্লব থেকে বিপ্লবে”।

আসিফ মাহমুদ বলেন, “এই বাস্তবতায় যাদের কালোটাকা আছে, তারাই নির্বাচনে অংশ নিতে পারছে। আমরা নিজেরাও ভাবি— নির্বাচন করব কি না, করলে কীভাবে করব। মানুষ টাকা ছাড়া ভোট দেবে কি না সেটাও এখন প্রশ্ন।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আশানুরূপ সহযোগিতা পাইনি। শেখ হাসিনা দেশ ছাড়ার এক-দুই ঘণ্টা পরেই অনেক রাজনৈতিক নেতা গিয়ে এস্টাবলিশমেন্টের সঙ্গে বসে পড়েন। তখন আমরা কয়েকজন তরুণ ছিলাম ২৫-২৬ বছরের। নীতিনির্ধারণে দায়িত্ব ছিল আমাদের ওপর, কিন্তু অগ্রজরা যখন দায়িত্ব অন্যদের হাতে তুলে দিলেন, তখন আমাদের পক্ষে কিছু করার সুযোগ কমে যায়।”

উপদেষ্টা দাবি করেন, তারা সে সময় রাজনৈতিক নেতাদের ‘এস্টাবলিশমেন্টের কাছে না যেতে’ অনুরোধ করেছিলেন, কিন্তু সেই আহ্বান কেউ শোনেননি। পরিস্থিতির প্রেক্ষিতে ছাত্রনেতারা দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, পুসাবের স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান এবং অনলাইন অ্যাকটিভিস্ট মোহাম্মদ সজল।

Please Share This Post in Your Social Media

১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন সম্ভব নয়: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০১:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। অর্থবিত্তবানরাই এখন রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আলোচনার বিষয় ছিল  “নভেম্বর থেকে জুলাই: বিপ্লব থেকে বিপ্লবে”।

আসিফ মাহমুদ বলেন, “এই বাস্তবতায় যাদের কালোটাকা আছে, তারাই নির্বাচনে অংশ নিতে পারছে। আমরা নিজেরাও ভাবি— নির্বাচন করব কি না, করলে কীভাবে করব। মানুষ টাকা ছাড়া ভোট দেবে কি না সেটাও এখন প্রশ্ন।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আশানুরূপ সহযোগিতা পাইনি। শেখ হাসিনা দেশ ছাড়ার এক-দুই ঘণ্টা পরেই অনেক রাজনৈতিক নেতা গিয়ে এস্টাবলিশমেন্টের সঙ্গে বসে পড়েন। তখন আমরা কয়েকজন তরুণ ছিলাম ২৫-২৬ বছরের। নীতিনির্ধারণে দায়িত্ব ছিল আমাদের ওপর, কিন্তু অগ্রজরা যখন দায়িত্ব অন্যদের হাতে তুলে দিলেন, তখন আমাদের পক্ষে কিছু করার সুযোগ কমে যায়।”

উপদেষ্টা দাবি করেন, তারা সে সময় রাজনৈতিক নেতাদের ‘এস্টাবলিশমেন্টের কাছে না যেতে’ অনুরোধ করেছিলেন, কিন্তু সেই আহ্বান কেউ শোনেননি। পরিস্থিতির প্রেক্ষিতে ছাত্রনেতারা দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, পুসাবের স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান এবং অনলাইন অ্যাকটিভিস্ট মোহাম্মদ সজল।