আজ টেন্ডার,
১০ দিনের মধ্যে আসছে বেসরকারি বাস: জাককানইবি পরিবহন প্রশাসক

- Update Time : ১১:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ১৭ Time View
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং বিআরটিসির নাজুক বাসগুলোর বিকল্প হিসেবে বেসরকারি বাস সংযুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নতুন টেন্ডার আহ্বান করেছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন,
“বিশ্ববিদ্যালয়ের পরিবহনে বিআরটিসি বাসের পরিবর্তে বেসরকারি প্রতিষ্ঠানের বাসের জন্য আজ টেন্ডার আহ্বান করা হয়েছে। আশা করি, ১০-১২ দিনের মধ্যেই বেসরকারি প্রতিষ্ঠানের বাস বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যুক্ত হবে। বিআরটিসির অধিকতর খারাপ অবস্থার তিনটি বাস চলাচল ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।”
তিনি আরও জানান, নতুন বাস না আসা পর্যন্ত শিক্ষার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
“নতুন টেন্ডারে বেসরকারি বাস চলাচল শুরু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের দাবি এবং নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল থেকেই সকাল ১০:৪৫ এবং দুপুর ১২:৩০ মিনিটের ট্রিপগুলোতে বিআরটিসির পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাকি ট্রিপগুলোতেও যথাসম্ভব বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করা হবে।”
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে বিআরটিসির পুরোনো বাসগুলোর বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছিলেন। অনেক সময় বাস বিকল হয়ে রাস্তায় থেমে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। নতুন এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়