১০০ বাচ্চার মা হয়ে সেঞ্চুরি করতে চান পরীমনি!

- Update Time : ১২:৪৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ২২ Time View
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি প্রায়ই নানা কারণে খবরের শিরোনামে থাকেন। কখনো ক্যারিয়ার, কখনো ব্যক্তিগত জীবন— সব মিলিয়ে তিনি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর এখন তিনি একাই ছেলেসন্তান পুণ্যকে (পদ্ম) বড় করছেন। পাশাপাশি গত বছর একটি কন্যাশিশু প্রিয়ম-কে দত্তক নিয়ে মাতৃত্বের দায়িত্ব আরও বিস্তৃত করেছেন।
সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়ে এসে নিজের মাতৃত্ব আর জীবনের নতুন পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি। তিনি জানান, আগে যতটা হুটহাট সিদ্ধান্ত নিতেন, এখন অনেক চিন্তাভাবনা করে কাজ করেন। এর বড় কারণ দুই সন্তান। সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন তিনি নিয়মিত সঞ্চয়ও শুরু করেছেন।
আড্ডায় মজার ছলেই উঠে আসে তার এক বিশেষ ইচ্ছে। হাসতে হাসতেই তিনি বলেন, “আমি এখন পুণ্য আর প্রিয়মের মা। তবে চাইলে আরও ৯৮টি সন্তানের মা হতে পারি। মোট ১০০ সন্তানকে লালন-পালন করে মানুষ বানানোর স্বপ্ন দেখি। আল্লাহ চাইলে নিশ্চয়ই আমাকে সে সামর্থ্য দেবেন। কারণ এই সময়ে সন্তানদের মানুষ করার জন্য প্রচুর অর্থের দরকার।”
পরীমণি মনে করেন, মা হওয়ার দায়িত্বটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়। তার ভাষায়, “নায়িকা পরীমণি হয়তো অনেক জায়গায় ব্যর্থ হতে পারে, কিন্তু মা হিসেবে আমি কখনো ব্যর্থ হতে চাই না।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়