হোসেনপুর উপজেলায় রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন

- Update Time : ০৬:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১৩৫ Time View
হোসেনপুর উপজেলায় রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে হোসেনপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উপজেলার বিভিন্ন পত্রিকায় কর্মরত সংবাদকর্মীদেরকে নিয়ে সংগঠনটির ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটিতে কালের নতুন সংবাদ ও লাল সবুজের দেশ পত্রিকার প্রতিনিধিকে সভাপতি এবং দৈনিক নওরোজ ও দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার উপজেলা প্রতিনিধিকে সাধারণ সম্পাদক ও কালের নতুন সংবাদের শ্রীপুর প্রতিনিধিকে কোষাধক্ষ নির্বাচিত করা হয়েছে।
এছাড়া দৈনিক দেশের পত্রের মোঃ আজিজুল হক (রাসেল) কে সহ-সভাপতি, দৈনিক ভোরের বার্তার মোঃ সোহেল মিয়াকে সহ-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মানবাধিকার কর্মী মোঃ বাশার মিয়া।
নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের প্রভাষক জাহাঙ্গীর আলম, দৈনিক যায়যায়দিনের মানছুরুল হক রবিন, দৈনিক আমার সংবাদের সঞ্জিত চন্দ্র শীল, এস.কে বাংলা টিভির মোঃ মাখন মিয়া ও এস.টি বাংলা টিভির মোঃ জুবায়ের বয়ান।
এর আগে কমিটি গঠন নিয়ে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের প্রভাষক জাহাঙ্গীর আলম, দৈনিক যায়যায়দিনের মানছুরুল হক রবিন ও দৈনিক লাল সবুজের দেশ প্রতিনিধি এ,কে, এম মিজানুল হকসহ অন্যান্যরা।
নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক, ব্যবসায়ীসহ সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।