হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন
- Update Time : ১০:২৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১৪ Time View
এক দশক আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের সম্পর্কে আপডেট দিতেন সাদামাটা টেক্সট স্ট্যাটাসের মাধ্যমে। পরবর্তীতে সেই ফিচারকে সরিয়ে এনে রাখা হয় ‘About’ সেকশনে। এবার সেই পুরোনো ফিচারটিকেই আধুনিক রূপে আবার ফিরিয়ে আনছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি কোম্পানির এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সংক্ষিপ্ত টেক্সট আপডেট বন্ধু বা কনট্যাক্টদের সঙ্গে শেয়ার করতে পারবেন, যা ২৪ ঘণ্টা পর নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। ফিচারটির মূল উদ্দেশ্য হলো‘About’ সেকশনকে আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করে তোলা।
হোয়াটসঅ্যাপ জানায়, এই নোটস ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজের ব্যস্ততা বা মুড সম্পর্কে অন্যদের জানাতে পারবেন কোনো ছবি বা ভিডিও ব্যবহার না করেই। বিশেষ করে যখন কাউকে জানানোর দরকার হবে যে আপনি ব্যস্ত অথবা চ্যাটে সাড়া দেওয়ার মতো অবস্থায় নেই, তখন এটি বেশ কাজে আসবে।
এই আপডেটে বৃহত্তম পরিবর্তন হলো, নতুন অ্যাবাউট নোটসকে ওয়ান-অন-ওয়ান চ্যাটের একেবারে উপরে পিন করা হবে। পাশাপাশি এটি ব্যবহারকারীর প্রোফাইলেও আরও চোখে পড়ার মতোভাবে প্রদর্শিত হবে।
যে কেউ চাইলে অন্যের অ্যাবাউট নোটসে ক্লিক করে রিঅ্যাক্ট দিতে পারবেন। ঠিক ইনস্টাগ্রাম নোটসের মতোই এই টেক্সট আপডেটও ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাবে।
ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে ২৪ ঘণ্টার আগেই নিজের নোট সরিয়ে ফেলতে পারবেন। আবার নির্দিষ্ট কনট্যাক্টের সঙ্গেই শুধু নোট শেয়ার করার অপশনও থাকবে।
শিগগিরই সবার জন্য চালু হবে ফিচারটি
মেটা জানিয়েছে, এই নতুন ফিচারটি বিশ্বব্যাপী উন্মোচন শুরু হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।
ফিচারটি ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে Set About অপশনে ক্লিক করলেই পাওয়া যাবে নতুন নোটস ফিচারটি।
সূত্র : জিও নিউজ উর্দু
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়









































































































































































































