হোয়াটসঅ্যাপে আপত্তিকর মন্তব্যের জেরে বরখাস্ত হলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

- Update Time : ১১:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৯ Time View
হোয়াটসঅ্যাপে আপত্তিকর মন্তব্যের জেরে বরখাস্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন। তিনি লিখেন, একজন পেনশনভোগী তাকে ভোট না দেয়ার কারণে আগামী নির্বাচনের আগেই মারা যাবেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন।
স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কর্মরত অবস্থায় বর্ণবাদী মন্তব্যের পাশাপাশি ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী মন্তব্য করেছেন বলেও একাধিক অভিযোগ রয়েছে তার নামে।
ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী আচরণবিধির ব্যাপারে উচ্চমান বজায়ে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এ ব্যাপারে তিনি কঠিন সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করেন না।
এদিকে, নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন অ্যান্ড্রু গুয়েন। বরখাস্ত হওয়ার পর মাইক্রোব্লগিং সাইট এক্স-এ (সাবেক টুইটার) তিনি বলেছেন, যদিও বরখাস্তের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। তারপরও আমি প্রধানমন্ত্রী এবং লোবার পার্টির এই সিদ্ধান্তকে সমর্থন জানাই। কারণ, এমন সব মন্তব্যের কারণে আমি দুঃখিত।
উল্লেখ্য, মন্ত্রিসভার পাশাপাশি লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে অ্যান্ড্রু গুয়েনকে। বর্তমান পার্লামেন্টে টিউলিপ সিদ্দিক ও লুইস হাইয়ের পর তিনি তৃতীয় কোনো ব্রিটিশ এমপি, যিনি বরখাস্ত হলেন।