ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হোম ডেলিভারি দেয়া সেই মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৪০ Time View

পটুয়াখালীর বাউফলে মাদকের হোম ডেলিভারিতে জড়িত এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহাগ হোসেন (৩০) রিকশাচালকের ছদ্মবেশে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক সরবরাহ করতেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকার বাসিন্দা।

রোববার (২ নভেম্বর) দুপুরে সোহাগ হোসেন ও তার এক সহযোগীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গত এক বছরে যমুনা টেলিভিশনে প্রচারিত দুটি প্রতিবেদনে বাউফলে ফেরি করে মাদক বিক্রি, হোম ডেলিভারি ব্যবস্থা এবং নতুন ধরনের ইয়াবা ট্যাবলেট ‘ট্রিপলনাইন (999)’–এর বিষয়ে তথ্য প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রচারের পর পুলিশের তৎপরতায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালিত হলেও, হোম ডেলিভারি চক্রটি তখনও ছিল আড়ালে।

অবশেষে শনিবার রাতে পুলিশ রিকশাচালকের ছদ্মবেশে থাকা মাদক কারবারি সোহাগকে ১২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহের কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, সোহাগের দেয়া তথ্যমতে পৌর শহরের কিছু সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের ক্রেতা। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোহাগকে গ্রেফতার করে। এসময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরেই এসব মাদক ব্যবসায়ী ও তাদের স্পটগুলো নজরদারিতে রেখেছিল। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

হোম ডেলিভারি দেয়া সেই মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
Update Time : ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

পটুয়াখালীর বাউফলে মাদকের হোম ডেলিভারিতে জড়িত এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহাগ হোসেন (৩০) রিকশাচালকের ছদ্মবেশে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক সরবরাহ করতেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকার বাসিন্দা।

রোববার (২ নভেম্বর) দুপুরে সোহাগ হোসেন ও তার এক সহযোগীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গত এক বছরে যমুনা টেলিভিশনে প্রচারিত দুটি প্রতিবেদনে বাউফলে ফেরি করে মাদক বিক্রি, হোম ডেলিভারি ব্যবস্থা এবং নতুন ধরনের ইয়াবা ট্যাবলেট ‘ট্রিপলনাইন (999)’–এর বিষয়ে তথ্য প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রচারের পর পুলিশের তৎপরতায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালিত হলেও, হোম ডেলিভারি চক্রটি তখনও ছিল আড়ালে।

অবশেষে শনিবার রাতে পুলিশ রিকশাচালকের ছদ্মবেশে থাকা মাদক কারবারি সোহাগকে ১২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহের কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, সোহাগের দেয়া তথ্যমতে পৌর শহরের কিছু সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের ক্রেতা। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোহাগকে গ্রেফতার করে। এসময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরেই এসব মাদক ব্যবসায়ী ও তাদের স্পটগুলো নজরদারিতে রেখেছিল। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।