ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন মামুনুল হক সিলেটে সাদাপাথর লুটপাট নিয়ে তদন্ত কমিটির গণশুনানি আ’লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: গ্রেফতার শিমুল ৪ দিনের রিমান্ডে ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন আদালত চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেয়ার নির্দেশ শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক লায়লাকে হত্যাচেষ্টা, প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ: প্রধান বিচারপতি পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা

হোটেল রুমে অডিশন দিতে গিয়ে কাস্টিং কাউচের শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ১৪ Time View

ভারতীয় অভিনেত্রী জেসমিন ভাসিন। হিন্দি টিভি জগতের বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি। সম্প্রতি তার ক্যারিয়ারের শুরুতে ঘটে যাওয়া ভয়াবহ এক অভিজ্ঞতার কথা সবার সামনে এনেছেন জেসমিন।

মুম্বাইয়ের জুহুতে অডিশন দিতে গিয়ে এক পরিচালকের বিরুদ্ধে বিরূপ ব্যবহারের অভিযোগ করেন এ অভিনেত্রী। বহু বছর পর তার অভিযোগ, কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি।

‘দিল সে দিল তাক’, ‘নাগিন ৪’ দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে ঘটে যাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

দ্য হিমাংশু মেহতা শোতে দেওয়া সাক্ষাৎকারে জেসমিন জানান, অডিশনের সময় এক পরিচালক তার সঙ্গে সীমালঙ্ঘন করেছিলেন।

সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুতে। একটা প্রজেক্টে অভিনয়ের জন্য কথা বলতে গিয়ে দেখেন, হোটেলের লবিতে অনেক মেয়ে অডিশনের জন্য অপেক্ষা করছে। জেসমিনও তাদের সঙ্গে বসে পড়েন। কিন্তু অডিশনে পরিচালকের অভিনয় কোনভাবেই পছন্দ হচ্ছিল না বলে জানান জেসমিন।

জেসমিন বলেন, ‘অডিশনের জন্য আমি মুম্বাই এসেছিলাম। জুহুর এক হোটেলে মিটিং ছিল। লবিতে অনেকে অপেক্ষা করছিলেন, শুটিং টিমেরও কয়েকজন ছিলেন। সবাই একে একে ভেতরে যাচ্ছিল। আমার পালা এলে দেখি, এক ব্যক্তি হাতে পানীয় নিয়ে বসে আছেন। তিনি আমাকে অডিশন দিতে বললেন। অডিশন দিতে গিয়ে দেখি সেই পরিচালক মদ্যপ অবস্থায় আছেন। তখনই ভয় পেয়ে যাই।’

অভিনেত্রী বলেন, ‘‘দৃশ্যটি ছিল প্রেমিক চলে যাচ্ছে, আর আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুম বন্ধ করে পরিচালক আমাকে অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন।

আমি বললাম, ঠিক আছে স্যার, প্রস্তুতি নিয়ে কাল আসব। কিন্তু তিনি বললেন, “না, এখনই করতে হবে।” আমি চেষ্টা করলাম। কিন্তু তিনি বললেন, “না, এভাবে নয়…” তারপর দরজা বন্ধ করে দিলেন। তিনি অন্য কিছু করতে চাইছিলেন। আমি বুদ্ধি খাটিয়ে সেখান থেকে পালিয়ে যাই।’তিনি (জেসমিন) অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করে দেখানোর জন্য। কিন্তু পরিচালক রাজি হননি। বারবার অনুরোধের পরও পরিচালক জেসমিনকে বলেন, ‘আজই অভিনয় করে দেখাতে হবে।’

জেসমিন জানান, তিনি অভিনয় করেন কিন্তু পরিচালকের সেটা পছন্দ হয়নি। তিনি আরো খোলামেলাভাবে অভিনয় করতে বলেন। কিন্তু হঠাৎ করেই পরিচালক ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে জেসমিনকে হুমকি দিতে থাকেন। অনাকাঙ্খিত পরিস্থিতির শঙ্কা আঁচ করতে পেরে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসেন তিনি।

সেদিনই জেসমিন সিদ্ধান্ত নেন, জীবনে আর কোনো মিটিং হোটেল রুমে করবেন না। তবে সাক্ষাৎকারে সেই পরিচালকের নাম বলেননি অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

হোটেল রুমে অডিশন দিতে গিয়ে কাস্টিং কাউচের শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক
Update Time : ১১:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

ভারতীয় অভিনেত্রী জেসমিন ভাসিন। হিন্দি টিভি জগতের বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি। সম্প্রতি তার ক্যারিয়ারের শুরুতে ঘটে যাওয়া ভয়াবহ এক অভিজ্ঞতার কথা সবার সামনে এনেছেন জেসমিন।

মুম্বাইয়ের জুহুতে অডিশন দিতে গিয়ে এক পরিচালকের বিরুদ্ধে বিরূপ ব্যবহারের অভিযোগ করেন এ অভিনেত্রী। বহু বছর পর তার অভিযোগ, কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি।

‘দিল সে দিল তাক’, ‘নাগিন ৪’ দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে ঘটে যাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

দ্য হিমাংশু মেহতা শোতে দেওয়া সাক্ষাৎকারে জেসমিন জানান, অডিশনের সময় এক পরিচালক তার সঙ্গে সীমালঙ্ঘন করেছিলেন।

সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুতে। একটা প্রজেক্টে অভিনয়ের জন্য কথা বলতে গিয়ে দেখেন, হোটেলের লবিতে অনেক মেয়ে অডিশনের জন্য অপেক্ষা করছে। জেসমিনও তাদের সঙ্গে বসে পড়েন। কিন্তু অডিশনে পরিচালকের অভিনয় কোনভাবেই পছন্দ হচ্ছিল না বলে জানান জেসমিন।

জেসমিন বলেন, ‘অডিশনের জন্য আমি মুম্বাই এসেছিলাম। জুহুর এক হোটেলে মিটিং ছিল। লবিতে অনেকে অপেক্ষা করছিলেন, শুটিং টিমেরও কয়েকজন ছিলেন। সবাই একে একে ভেতরে যাচ্ছিল। আমার পালা এলে দেখি, এক ব্যক্তি হাতে পানীয় নিয়ে বসে আছেন। তিনি আমাকে অডিশন দিতে বললেন। অডিশন দিতে গিয়ে দেখি সেই পরিচালক মদ্যপ অবস্থায় আছেন। তখনই ভয় পেয়ে যাই।’

অভিনেত্রী বলেন, ‘‘দৃশ্যটি ছিল প্রেমিক চলে যাচ্ছে, আর আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুম বন্ধ করে পরিচালক আমাকে অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন।

আমি বললাম, ঠিক আছে স্যার, প্রস্তুতি নিয়ে কাল আসব। কিন্তু তিনি বললেন, “না, এখনই করতে হবে।” আমি চেষ্টা করলাম। কিন্তু তিনি বললেন, “না, এভাবে নয়…” তারপর দরজা বন্ধ করে দিলেন। তিনি অন্য কিছু করতে চাইছিলেন। আমি বুদ্ধি খাটিয়ে সেখান থেকে পালিয়ে যাই।’তিনি (জেসমিন) অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করে দেখানোর জন্য। কিন্তু পরিচালক রাজি হননি। বারবার অনুরোধের পরও পরিচালক জেসমিনকে বলেন, ‘আজই অভিনয় করে দেখাতে হবে।’

জেসমিন জানান, তিনি অভিনয় করেন কিন্তু পরিচালকের সেটা পছন্দ হয়নি। তিনি আরো খোলামেলাভাবে অভিনয় করতে বলেন। কিন্তু হঠাৎ করেই পরিচালক ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে জেসমিনকে হুমকি দিতে থাকেন। অনাকাঙ্খিত পরিস্থিতির শঙ্কা আঁচ করতে পেরে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসেন তিনি।

সেদিনই জেসমিন সিদ্ধান্ত নেন, জীবনে আর কোনো মিটিং হোটেল রুমে করবেন না। তবে সাক্ষাৎকারে সেই পরিচালকের নাম বলেননি অভিনেত্রী।