ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য ধর্ষণের বিরুদ্ধে কুবিতে মানববন্ধন 

হুটহাট করে কাউকে জামিন দেবেন না : আসিফ নজরুল

জাতীয়
  • Update Time : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২১ Time View

সরকার বর্তমানে ‘চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে’ উল্লেখ করে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দিন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে দেবেন। ১৫ বছর ধরে অরাজকতা, গুম ও খুন হয়েছে। প্রতিটি হত্যার বিচার হতে হবে। বর্তমানে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগে পরিদর্শক থেকে ডিআইজি পর্যন্ত তিন শতাধিক পুলিশ কর্মকর্তাদের নিয়ে মানবাধিকার ও পরিবেশ আইন বিষয়ক একটি কর্মশালায় আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, ‘বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিশেষ করে আপনাদের অধিকতর সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

উপদেষ্টা বলেন, ‘বিগত সময়ে সিংহভাগ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। আইনের যাচ্ছেতাই ব্যবহার করা হয়েছে। উচ্চ আদালত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। প্রতিষ্ঠানের ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি। স্বাধীনভাবে আইনশৃংখলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন।’

আসিফ নজরুল বলেন, ‘ডিটেইলস লিখতে হবে। তাহলে বিচারকদের সিদ্ধান্ত নিতে সহজ হবে। প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি গুমের বিচার হবে– সেই বার্তা দিতে হবে।’

Please Share This Post in Your Social Media

হুটহাট করে কাউকে জামিন দেবেন না : আসিফ নজরুল

জাতীয়
Update Time : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

সরকার বর্তমানে ‘চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে’ উল্লেখ করে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দিন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে দেবেন। ১৫ বছর ধরে অরাজকতা, গুম ও খুন হয়েছে। প্রতিটি হত্যার বিচার হতে হবে। বর্তমানে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগে পরিদর্শক থেকে ডিআইজি পর্যন্ত তিন শতাধিক পুলিশ কর্মকর্তাদের নিয়ে মানবাধিকার ও পরিবেশ আইন বিষয়ক একটি কর্মশালায় আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, ‘বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিশেষ করে আপনাদের অধিকতর সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

উপদেষ্টা বলেন, ‘বিগত সময়ে সিংহভাগ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। আইনের যাচ্ছেতাই ব্যবহার করা হয়েছে। উচ্চ আদালত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। প্রতিষ্ঠানের ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি। স্বাধীনভাবে আইনশৃংখলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন।’

আসিফ নজরুল বলেন, ‘ডিটেইলস লিখতে হবে। তাহলে বিচারকদের সিদ্ধান্ত নিতে সহজ হবে। প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি গুমের বিচার হবে– সেই বার্তা দিতে হবে।’