হুঁশিয়ারির পর এবার ট্রুডোর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

- Update Time : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৫৯ Time View
যুক্তরাষ্ট্রের নাবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডিয়ান পণ্যের ওপর ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি প্রতিরোধ করার চেষ্টায় তার এ সাক্ষাৎ বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে গিয়েছেন ট্রুডো।
রয়টার্স তাদের একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের এক হোটেল থেকে ট্রুডোকে বের হতে দেখা গেছে। সেখান থেকে বের হয়ে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে গেছেন ট্রুডো।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্পের সঙ্গে ডিনার করতে ট্রুডো মার-এ-লাগোতে গেছেন। তবে এনিয়ে ট্রুডোর কার্যালয় এবং ট্রাম্পের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নওরোজ/এসএইচ