ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দুদের সবরকম নিরাপত্তা নিশ্চিত করা হবে : বিএনপি নেতা বুলেট

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ প্রতিনিধি
  • Update Time : ০৭:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ৬২ Time View

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেছেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বীদের সবরকম নিরাপত্তা নিশ্চিত করা হবে।তাদের পূর্ণ নিরাপত্তা বিধান করার দায়িত্ব আমাদের।” তিনি বলেন, “গতবছর ৫ আগস্টের পর মহাদেবপুর-বদলগাছী এলাকায় কোন হিন্দু নির্যাতনের শিকার হননি। বরং প্রতিটি মহল্লায় পাঁচ পাঁচজন করে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান, মন্দির পাহারা দিয়েছে। এবার দূর্গাপুঁজা উদযাপনেও দলের নেতাকর্মীরা দিনরাত শ্রম দিয়েছেন। গত ১৫ বছর ফ্যাসিবাদের আমলেই এখানকার হিন্দুরা জমিজমা, ঘরবাড়ি, মামলা মোকদ্দমা প্রভৃতির মাধ্যমে নির্যাতিত হয়েছেন। এখন তারা সুখে দিন কাটাচ্ছেন।”

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মহাদেবপুর বাসস্ট্যান্ডে উপজেলা পূঁজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতন ধর্মালম্বী ও আদিবাসী সম্প্রদায়ের সাথে আধুনিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

পূঁজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন কুমার সিং এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক শ্রী চঞ্চল চন্দ্র মন্ডল, শ্রী সুদর্শন মন্ডল, শ্রী বাপ্পি কুমার মন্ডল, শ্রী বিমান কুমার মন্ডল, শ্রী সেবক কুমার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব তপন চন্দ্র মহন্ত, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান প্রমুখ।

উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক ও বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, জেলা মহিলা দলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক কাজী রওশন জাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল সোবহান, শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মি, সদস্য ”ঞ্চল রহমান, এরশাদ আলী, রুবেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী ও আদিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে প্রতিদিন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিভিন্ন হিন্দু পল্লীতে গিয়ে ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে উপজেলা সদরে এই বৃহৎ সমাবেশের আয়োজন করা হলো।

Please Share This Post in Your Social Media

হিন্দুদের সবরকম নিরাপত্তা নিশ্চিত করা হবে : বিএনপি নেতা বুলেট

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ প্রতিনিধি
Update Time : ০৭:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেছেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বীদের সবরকম নিরাপত্তা নিশ্চিত করা হবে।তাদের পূর্ণ নিরাপত্তা বিধান করার দায়িত্ব আমাদের।” তিনি বলেন, “গতবছর ৫ আগস্টের পর মহাদেবপুর-বদলগাছী এলাকায় কোন হিন্দু নির্যাতনের শিকার হননি। বরং প্রতিটি মহল্লায় পাঁচ পাঁচজন করে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান, মন্দির পাহারা দিয়েছে। এবার দূর্গাপুঁজা উদযাপনেও দলের নেতাকর্মীরা দিনরাত শ্রম দিয়েছেন। গত ১৫ বছর ফ্যাসিবাদের আমলেই এখানকার হিন্দুরা জমিজমা, ঘরবাড়ি, মামলা মোকদ্দমা প্রভৃতির মাধ্যমে নির্যাতিত হয়েছেন। এখন তারা সুখে দিন কাটাচ্ছেন।”

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মহাদেবপুর বাসস্ট্যান্ডে উপজেলা পূঁজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতন ধর্মালম্বী ও আদিবাসী সম্প্রদায়ের সাথে আধুনিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

পূঁজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন কুমার সিং এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক শ্রী চঞ্চল চন্দ্র মন্ডল, শ্রী সুদর্শন মন্ডল, শ্রী বাপ্পি কুমার মন্ডল, শ্রী বিমান কুমার মন্ডল, শ্রী সেবক কুমার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব তপন চন্দ্র মহন্ত, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান প্রমুখ।

উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক ও বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, জেলা মহিলা দলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক কাজী রওশন জাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল সোবহান, শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মি, সদস্য ”ঞ্চল রহমান, এরশাদ আলী, রুবেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী ও আদিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে প্রতিদিন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিভিন্ন হিন্দু পল্লীতে গিয়ে ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে উপজেলা সদরে এই বৃহৎ সমাবেশের আয়োজন করা হলো।