হিজবুল্লাহর নতুন প্রধানের নাম ঘোষণা

- Update Time : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১৬৪ Time View
লেবানন-ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন শীর্ষ নেতা হলেন নাইম কাসেম। মঙ্গলবার (২৯ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে সাবেক উপ-প্রধানের এই পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হবেন তার দীর্ঘদিনের সহযোগী নাইম কাসেম।
কাসেম এর আগে হিজবুল্লাহর ডেপুটি নেতা ছিলেন। গত মাসের শেষের দিকে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় নিহত হয় হিজবুল্লাহর তৎকালীন প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এরপর থেকে জল্পনা চলছিল কে হতে যাচ্ছেন হিজবুল্লাহর প্রধান।
শেষমেশ কাসেমকে হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হলো। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।
সম্প্রতি তিনটি টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর লক্ষ্য ও অবস্থান নিয়ে বক্তব্য রেখেছেন নাইম কাসেম। গত ৩০ সেপ্টেম্বর এক বার্তায় তিনি ঘোষণা করেন, হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে এবং জয়ী হতে পুরোপুরি প্রস্তুত।
নওরোজ/এসএইচ