ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ২৮৪ Time View
ভালো নেই বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ৮৯ বছরের এই অভিনেতা গত ৪-৫ দিন ধরেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন।

একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৪-৫ দিন ধরে ধর্মেন্দ্র হাসপাতালে আছেন। তবে উদ্বেগের কিছু নেই বলেও জানানো হয়। ধর্মেন্দ্রকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই তারকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আগামী ৮ ডিসেম্বর এই তারকা ৯০ বছরে পা দেবেন।

চলতি বছরের এপ্রিলে অভিনেতা কর্নিয়া প্রতিস্থাপন (আই গ্রাফট সার্জারি) করেছিলেন। সেই সময়ও হাসপাতাল থেকে বের হওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যায়, ব্যান্ডেজ বাঁধা চোখে, প্রিন্টেড শার্ট, কালো প্যান্ট ও টুপি পরে সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়ছেন ধর্মেন্দ্র।

সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে তিনি বলেছিলেন, আমি একদম শক্ত আছি। ধর্মেন্দ্র এখনো অনেক দম রাখে! আমার চোখে আই গ্রাফট হয়েছে, কিন্তু আমি ঠিক আছি।

এরপর নিজস্ব স্টাইলে যোগ করেন, লাভ ইউ, মাই অডিয়েন্স অ্যান্ড মাই ফ্যানস।

ধর্মেন্দ্র সর্বশেষ অভিনয় করেছেন শহীদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ সিনেমায়। আগামীতে তাকে দেখা যাবে ‘ইক্কিস’ সিনেমাতে। যেখানে মুখ্য ভূমিকায় আছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দা।

Please Share This Post in Your Social Media

হাসপাতালে ভর্তি বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক
Update Time : ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
ভালো নেই বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ৮৯ বছরের এই অভিনেতা গত ৪-৫ দিন ধরেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন।

একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৪-৫ দিন ধরে ধর্মেন্দ্র হাসপাতালে আছেন। তবে উদ্বেগের কিছু নেই বলেও জানানো হয়। ধর্মেন্দ্রকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই তারকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আগামী ৮ ডিসেম্বর এই তারকা ৯০ বছরে পা দেবেন।

চলতি বছরের এপ্রিলে অভিনেতা কর্নিয়া প্রতিস্থাপন (আই গ্রাফট সার্জারি) করেছিলেন। সেই সময়ও হাসপাতাল থেকে বের হওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যায়, ব্যান্ডেজ বাঁধা চোখে, প্রিন্টেড শার্ট, কালো প্যান্ট ও টুপি পরে সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়ছেন ধর্মেন্দ্র।

সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে তিনি বলেছিলেন, আমি একদম শক্ত আছি। ধর্মেন্দ্র এখনো অনেক দম রাখে! আমার চোখে আই গ্রাফট হয়েছে, কিন্তু আমি ঠিক আছি।

এরপর নিজস্ব স্টাইলে যোগ করেন, লাভ ইউ, মাই অডিয়েন্স অ্যান্ড মাই ফ্যানস।

ধর্মেন্দ্র সর্বশেষ অভিনয় করেছেন শহীদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ সিনেমায়। আগামীতে তাকে দেখা যাবে ‘ইক্কিস’ সিনেমাতে। যেখানে মুখ্য ভূমিকায় আছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দা।