বাফুফের আয়
হামজারা তিন ম্যাচে এনে দিলেন ৪ কোটি টাকা
- Update Time : ০৬:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ১০ Time View
ঘরের মাঠে বাংলাদেশের এশিয়ান কাপ ফুটবলের তিন ম্যাচে বেশ সাড়া পড়েছিল। সিঙ্গাপুর, হংকং ও ভারতের বিপক্ষে হামজা চৌধুরী-শমিত সোমদের খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে ছিল উপচে পড়া দর্শক। আর এই ম্যাচগুলোর জন্য স্পন্সরদের কাছ থেকেও যথেষ্ট সাড়া পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিন ম্যাচ থেকে বাফুফে যে মোটা অঙ্ক আয় করবে, তা অনুমেয়ই ছিল।
বুধবার নির্বাহী কমিটির সভায় সিঙ্গাপুর, হংকং ও ভারত ম্যাচের আয়ের তথ্য প্রকাশ করা হয়। যাতে দেখা যায়, তিন ম্যাচে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয় করেছে চার কোটি পাঁচ লাখ সাত হাজার টাকা।
এ বছরের ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে। ঘরের মাঠে সেটি ছিল ইংল্যান্ডপ্রবাসী হামজার প্রথম ম্যাচ। ওই ম্যাচ থেকে বাফুফে আয় করেছে এক কোটি ১৫ লাখ টাকা। ৯ অক্টোবর হংকং চায়নার সঙ্গে অসাধারণ পারফরম্যান্স করেও বাংলাদেশ হেরেছিল ৪-৩ গোলে। সেই ম্যাচে আয় কিছুটা কম ছিল। এক কোটি দুই লাখ সাত হাজার টাকা।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মূল ফোকাসটা ছিল ভারত ম্যাচ ঘিরে। ১৮ নভেম্বর অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে বাছাইয়ে প্রথম জয় পায় বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে দর্শক থেকে শুরু করে স্পন্সর প্রতিষ্ঠানের আগ্রহ ছিল তুঙ্গে। স্বাভাবিকভাবে বাফুফের আয়ও হয়েছে বেশি। এক কোটি ৮৮ লাখ টাকা আয় করে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।


















































































































































