হানিয়ার পর বাংলাদেশে আসছেন আহাদ রাজা মীর

- Update Time : ১০:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ৩৭ Time View
চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে হানিয়া আমিরের আগমন বেশ সাড়া ফেলেছিলো। বিমানবন্দরে হাজারো ভক্তের ঢল, সামাজিকমাধ্যমে উন্মাদনা, সব মিলিয়ে যেন উৎসবের আবহ। আর এবার সেই উত্তাপ ফিরতে চলেছে আবারও। হানিয়ার পর এবার পাকিস্তানি তারকা আহাদ রাজা মীর আসছেন ছেন বাংলাদেশে। এই খবরে অনুরাগীদের হৃৎস্পন্দন যেন আরও বেড়ে গেছে। কোথায় আসছেন, কেন আসছেন তা ঘিরে এখন চলছে তুমুল জল্পনা-কল্পনা।
জানা যায়, সম্প্রতি অভিনেতা আহাদ রাজা মীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি একটি স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হে বাংলাদেশ, শিগগির দেখা হবে।’ সেইসঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি।
তবে অভিনেতা কবে, কখন, কোথায় এবং কী উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন—সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি জানাননি।
উল্লেখ্য, পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়