হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা’র নেতৃত্বে নাসিম-শাকিল

- Update Time : ০৫:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ১৮৮ Time View
ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নোয়াখালীর হাতিয়ার শিক্ষার্থীদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ‘হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রব নাসিম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো.শাকিল আল মাহমুদকে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাতিয়া ছাত্র ফোরাম আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ফোরামের সদ্যবিদায়ী সভাপতি মোহাইমিনুল ইসলাম সালমান এই কমিটি ঘোষণা করেন। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিস মাহমুদ সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক তাফহীম এবং সাংগঠনিক সম্পাদক পদে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া মোহাম্মদ সায়েফ উল্যাহ মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম, হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকা’র সভাপতি প্রফেসর ডা. মো. জাহেদুল আলম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক মোহাম্মদ তাজিব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা একটি সুন্দর ঐক্যবদ্ধ হাতিয়া গড়ার স্বপ্ন নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ছাত্ররা শিক্ষকের চেয়ে এগিয়ে গেলে এটা শিক্ষকদের জন্য গর্বের।
গণঅভ্যুত্থানে হাতিয়ার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল হান্নান মাসুদের ভূমিকা নিয়ে তিনি বলেন, আজকে একজনের কথা না বললে নয়। যিনি দেশের চরম ক্রান্তিলগ্নে গণমানুষের কণ্ঠ হয়েছিলেন, সেই হান্নান মাসুদের মাধ্যমে আমরা হাতিয়ার উন্নয়নের স্বপ্ন দেখছি।
তিনি আরও বলেন, মাসুদের মতো যারা হাতিয়ার মতো একটা দ্বীপ থেকে মূল ভূখণ্ডে এসে কৃতিত্বের স্বাক্ষর রাখছে আমরা এ মেধাবী তরুণদের দেখে আনন্দিত ও উচ্ছ্বসিত।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়