ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় বিএনপির গণসমাবেশে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি

রিয়াজুল ইসলাম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ২০১ Time View

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক বিশাল গণসমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণ হাত তুলে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাতিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত এই গণসমাবেশে বিএনপির ‘সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা’ বিষয়ক আলোচনা সভা এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজিম গ্রুপ অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবদুস সালাম, এডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন স্বপন, আলমগীর কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট নূর হোসেন সুমনসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, ৩৫ বছর ধরে হাতিয়ার মানুষের পাশে রয়েছেন প্রকৌশলী ফজলুল আজিম। তৃণমূলের মতামত উপেক্ষা করে যেভাবে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তা হাতিয়ার জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, “আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, স্মরণ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে। ১৭ বছর ধরে তারেক রহমান স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দলকে শক্তিশালী করেছেন—তাই তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। বাংলাদেশের প্রায় সব আসনেই আপাতত নাম ঘোষণা করা হয়েছে, স্থায়ী নয়। হাতিয়ার জন্য আপনারা ক্ষুব্ধ, আমিও ক্ষুব্ধ। কিন্তু আপনারা অতীতের মতো আমার পাশে থাকলে আমরা সফল হবো। আমার অবর্তমানে আমার ছেলেকে ভালোবাসা দেবেন।”

গণসমাবেশে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন।

অনুষ্ঠান শেষে সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম নিজে ও তাঁর সন্তানের বিএনপি সদস্যপদ নবায়ন করেন এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

হাতিয়ায় বিএনপির গণসমাবেশে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি

রিয়াজুল ইসলাম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
Update Time : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক বিশাল গণসমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণ হাত তুলে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাতিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত এই গণসমাবেশে বিএনপির ‘সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা’ বিষয়ক আলোচনা সভা এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজিম গ্রুপ অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবদুস সালাম, এডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন স্বপন, আলমগীর কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট নূর হোসেন সুমনসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, ৩৫ বছর ধরে হাতিয়ার মানুষের পাশে রয়েছেন প্রকৌশলী ফজলুল আজিম। তৃণমূলের মতামত উপেক্ষা করে যেভাবে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তা হাতিয়ার জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, “আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, স্মরণ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে। ১৭ বছর ধরে তারেক রহমান স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দলকে শক্তিশালী করেছেন—তাই তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। বাংলাদেশের প্রায় সব আসনেই আপাতত নাম ঘোষণা করা হয়েছে, স্থায়ী নয়। হাতিয়ার জন্য আপনারা ক্ষুব্ধ, আমিও ক্ষুব্ধ। কিন্তু আপনারা অতীতের মতো আমার পাশে থাকলে আমরা সফল হবো। আমার অবর্তমানে আমার ছেলেকে ভালোবাসা দেবেন।”

গণসমাবেশে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন।

অনুষ্ঠান শেষে সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম নিজে ও তাঁর সন্তানের বিএনপি সদস্যপদ নবায়ন করেন এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।