হাইকোর্ট ঘেরাও শিক্ষার্থীদের

- Update Time : ০১:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৩৭ Time View
‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট’ বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। আওয়ামীপন্থী বিচারপতিদের অপসারণসহ নানা স্লোগান দিচ্ছেন তারা। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাবির রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নেয় তারা।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়ে হাইকোর্টের উদ্দেশে রওনা দেয় জাতীয় নাগরিক কমিটি। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা হাইকোর্ট অভিমুখে মিছিল শুরু করে।
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বেলা ১১টার দিকে ফেসবুক পোস্টে লিখেছেন, যখই শকুনরা স্বাধীনতা খামচে ধরার স্পর্ধা দেখাবে তখনই রাজপথ হবে আমদের ঠিকানা। চলে আসুন রাজু ভাস্কর্যের পাদদেশে। গন্তব্য হাইকোর্ট।
এর আগে আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ কর্মসূচির ডাক দেন তারা। পোস্টে তারা লিখেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।
কমেন্ট সেকশনে হাসনাত লিখেছেন, যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে, দুই মাস না যেতেই তাদের কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার?
কমেন্ট সেকশনে সারজিস আলম লিখেছেন, এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে এগোতে পারে না, পারবে না ৷
নওরোজ/এসএইচ