ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হরর কমেডি ইউনিভার্সে অনীত পাড্ডা

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ৬৭ Time View

‘স্ত্রী’, ভেড়িয়া’, ‘মুঞ্জ্যা’ ও ‘থাম্মা’-এর পর এবার আসছে এমন এক ছবি, যা নাকি গোটা ম্যাডক ইউনিভার্সের মোড় ঘুরিয়ে দেবে। হ্যাঁ, বলছি আসন্ন সিনেমা ‘শক্তি-শালিনী’ নিয়ে। আর এ ছবিতেই প্রথমবারের মতো মুখ্য চরিত্রে দেখা যাবে ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডাকে। প্রথমে কিয়ারা আদভানিকে নিয়ে নির্মিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অনীতই জায়গা করে নেন এই বহুল প্রতীক্ষিত ছবিতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি দীপাবলিতে মুক্তি পাওয়া ‘থাম্মা’ ছবির সঙ্গে যুক্ত হয়েছে ‘শক্তি-শালিনী’-এর ঘোষণাপত্রের ভিডিও। আর এখন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।

‘শক্তি-শালিনী’ হচ্ছে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ষষ্ঠ অধ্যায়, যা শুরু হয়েছিল ‘স্ত্রী’ (২০১৮) দিয়ে। এরপর ধারাবাহিকভাবে এসেছে ‘ভেড়িয়া’ (২০২২), ‘মুঞ্জ্যা’ (২০২৪), ‘স্ত্রী ২’ (২০২৪) এবং সর্বশেষ ‘থাম্মা’। ম্যাডকের প্রতিটি সিনেমাই ভয়-হাসির মহাবিশ্বকে বিস্তৃত করেছে।

তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ২০২৬ সালে ৩টি বড় সিনেমা আসছে এই ইউনিভার্স থেকে। সেগুলো হলো, ‘শক্তি-শালিনী’, ‘চামুন্ডা’ ও ‘ভেড়িয়া ২’।

এরপর ২০২৭-এ মুক্তি পাবে ‘স্ত্রী ৩’। আর ২০২৮ সালে ৩টি দানবীয় ছবি ‘মহামুঞ্জ্যা’, ‘পেহলা মহাযুদ্ধ’ ও ‘দুসরা মহাযুদ্ধ’ এর মাধ্যমে সমাপ্ত হবে এই ফ্র্যাঞ্চাইজি।

জানা যায়, এই ইউনিভার্সে ইতোমধ্যেই যুক্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, বরুণ ধাওয়ান, অনীত পাড্ডা ও অক্ষয় কুমার। এছাড়া আসন্ন কিস্তিগুলোতে আরও বেশ কিছু শীর্ষ তারকার নাম ঘোষণা করা হবে।

তবে বলিউড মহলে এখন গুঞ্জন চলছে, ‘শক্তি-শালিনী’ হতে পারে ভারতের নিজস্ব মার্ভেল ধাঁচের সিনেমাটিক বিপ্লবের কেন্দ্রবিন্দু। কারণ ম্যাডকের প্রতিটি সিনেমা খুলে দিচ্ছে নতুন পৌরাণিক অধ্যায়, আর দর্শকরা অপেক্ষায় থাকে সেই বহুচিত্র ক্রসওভার চলচ্চিত্রের, যা বলিউড ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত গড়তে চলেছে।

Please Share This Post in Your Social Media

হরর কমেডি ইউনিভার্সে অনীত পাড্ডা

বিনোদন ডেস্ক
Update Time : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

‘স্ত্রী’, ভেড়িয়া’, ‘মুঞ্জ্যা’ ও ‘থাম্মা’-এর পর এবার আসছে এমন এক ছবি, যা নাকি গোটা ম্যাডক ইউনিভার্সের মোড় ঘুরিয়ে দেবে। হ্যাঁ, বলছি আসন্ন সিনেমা ‘শক্তি-শালিনী’ নিয়ে। আর এ ছবিতেই প্রথমবারের মতো মুখ্য চরিত্রে দেখা যাবে ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডাকে। প্রথমে কিয়ারা আদভানিকে নিয়ে নির্মিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অনীতই জায়গা করে নেন এই বহুল প্রতীক্ষিত ছবিতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি দীপাবলিতে মুক্তি পাওয়া ‘থাম্মা’ ছবির সঙ্গে যুক্ত হয়েছে ‘শক্তি-শালিনী’-এর ঘোষণাপত্রের ভিডিও। আর এখন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।

‘শক্তি-শালিনী’ হচ্ছে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ষষ্ঠ অধ্যায়, যা শুরু হয়েছিল ‘স্ত্রী’ (২০১৮) দিয়ে। এরপর ধারাবাহিকভাবে এসেছে ‘ভেড়িয়া’ (২০২২), ‘মুঞ্জ্যা’ (২০২৪), ‘স্ত্রী ২’ (২০২৪) এবং সর্বশেষ ‘থাম্মা’। ম্যাডকের প্রতিটি সিনেমাই ভয়-হাসির মহাবিশ্বকে বিস্তৃত করেছে।

তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ২০২৬ সালে ৩টি বড় সিনেমা আসছে এই ইউনিভার্স থেকে। সেগুলো হলো, ‘শক্তি-শালিনী’, ‘চামুন্ডা’ ও ‘ভেড়িয়া ২’।

এরপর ২০২৭-এ মুক্তি পাবে ‘স্ত্রী ৩’। আর ২০২৮ সালে ৩টি দানবীয় ছবি ‘মহামুঞ্জ্যা’, ‘পেহলা মহাযুদ্ধ’ ও ‘দুসরা মহাযুদ্ধ’ এর মাধ্যমে সমাপ্ত হবে এই ফ্র্যাঞ্চাইজি।

জানা যায়, এই ইউনিভার্সে ইতোমধ্যেই যুক্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, বরুণ ধাওয়ান, অনীত পাড্ডা ও অক্ষয় কুমার। এছাড়া আসন্ন কিস্তিগুলোতে আরও বেশ কিছু শীর্ষ তারকার নাম ঘোষণা করা হবে।

তবে বলিউড মহলে এখন গুঞ্জন চলছে, ‘শক্তি-শালিনী’ হতে পারে ভারতের নিজস্ব মার্ভেল ধাঁচের সিনেমাটিক বিপ্লবের কেন্দ্রবিন্দু। কারণ ম্যাডকের প্রতিটি সিনেমা খুলে দিচ্ছে নতুন পৌরাণিক অধ্যায়, আর দর্শকরা অপেক্ষায় থাকে সেই বহুচিত্র ক্রসওভার চলচ্চিত্রের, যা বলিউড ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত গড়তে চলেছে।