হবিগঞ্জ জেলায় সরকারি সহায়তার চেক বিতরণ

- Update Time : ১০:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ৮২ Time View
হবিগঞ্জ জেলার সদর উপজেলায় আজ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসামিয়ায় আক্রান্ত ২৯ জন রোগীর মধ্যে ১৪ লাখ ৫০ হাজার টাকা সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার ২১ আগস্ট দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এসব চেক বিতরণ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন রোগাক্রান্ত ২৯ জন ব্যক্তির মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার এককালীন চেক বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মোত্তালিব প্রমুখ।