ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের ফারজানা রুপা ও শাকিল

শরিফুল হক পাভেল
  • Update Time : ০৮:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / ১৫৮ Time View

ফারজানা রুপা ও শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত

একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, ফ্রান্সের প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে ডিবিতে হস্তান্তর করে। তাদের উত্তরা পূর্ব থানার একটি মামলায় আজ বুধবার বিকেলে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদের সই এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ- হেড অব নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের ফারজানা রুপা ও শাকিল

শরিফুল হক পাভেল
Update Time : ০৮:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, ফ্রান্সের প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে ডিবিতে হস্তান্তর করে। তাদের উত্তরা পূর্ব থানার একটি মামলায় আজ বুধবার বিকেলে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদের সই এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ- হেড অব নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।