হত্যা না আত্মহত্যা করলেন হুমায়রা হিমু

- Update Time : ০৯:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ২৭০ Time View
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) উত্তরা ১০ নং সেক্টরের ২ নং রাস্তার নিজ বাসায় এ অভিনেত্রী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
তিনি বলেন, আজ বিকেল সাড়ে চারটায় হিমুকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘শুনেছি হিমুর ছোট বোনের বন্ধু ও ছোট বোন তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপতাল কতৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করলে সেই যুবক তার মোবাইলসহ পালিয়ে গেছেন।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম বলেন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন বলে শুনেছি। খবরটি জানার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কীভাবে তিনি মারা গেছেন, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।
২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হুমায়রা হিমু’র অভিষেক হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়