ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হংকংয়ে আগুনে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১০:৪৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৯ Time View

আগুন নিয়ন্ত্রণে কাছ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা

হংকংয়ের একটি বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। খোঁজ পাওয়া যাচ্ছে না ২৭৯ জনের। আগুনে দগ্ধ হয়েছেন অনেকে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।

স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে তাই পো জেলার ওয়াং ফুক কোর্টে আবাসিক এলাকার সাতটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএনের

গতকাল রাতেও ভবনগুলোয় আগুন জ্বলতে দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুনের তীব্র উত্তাপের কারণে ভবনগুলোর ওপরের দিকে যাওয়া যাচ্ছে না। রাতের অন্ধকার নেমে আসার কারণেও আগুন নেভাতে বাধার মুখে পড়তে হচ্ছে।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেন, ওয়াং ফুক কোর্টে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮০০ জনেরও বেশি কর্মী কাজ করছেন। আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

আগুনের কারণে হংকংয়ে যান চলাচলও ব্যাহত হয়েছে।

শহরের পরিবহন বিভাগ জানিয়েছে, সেখানকার প্রধান দুটি মহাসড়কের একটি বন্ধ করে দেওয়া হয়। যানবাহনগুলো ঘুরিয়ে দেওয়া হয় অন্য দিকে। এ ছাড়া আজ বৃহস্পতিবার শহরের অন্তত ছয়টি স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছে শহরের শিক্ষা ব্যুরো।

স্বরাষ্ট্র বিভাগের তাই পো জেলার কর্মকর্তা ইউনিস চান হাউ-ম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, গতকাল বুধবার আগুনে পুড়ে যাওয়া হংকং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বসবাসকারী ৭০০ জনেরও বেশি বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

হংকং পুলিশ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার সার্ভিসের সদস্য মারা গেছেন। অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এটি প্রায় তিন দশকের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহত অগ্নিকাণ্ড।

আবাসিক এলাকাটি বেসরকারি হাউজিং কমপ্লেক্স। এখানে আটটি বহুতল ভবন রয়েছে। হাউজিং কমপ্লেক্সে প্রায় ২ হাজার অ্যাপার্টমেন্ট ছিল। আদমশুমারির তথ্যমতে, এই আবাসিক এলাকায় ৪ হাজার ৬০০ জনেরও বেশি বাসিন্দা বাস করেন। এখানে অনেক শিশু, বৃদ্ধ বাসিন্দা বসবাস করেন।

Please Share This Post in Your Social Media

হংকংয়ে আগুনে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১০:৪৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

হংকংয়ের একটি বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। খোঁজ পাওয়া যাচ্ছে না ২৭৯ জনের। আগুনে দগ্ধ হয়েছেন অনেকে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।

স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে তাই পো জেলার ওয়াং ফুক কোর্টে আবাসিক এলাকার সাতটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএনের

গতকাল রাতেও ভবনগুলোয় আগুন জ্বলতে দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুনের তীব্র উত্তাপের কারণে ভবনগুলোর ওপরের দিকে যাওয়া যাচ্ছে না। রাতের অন্ধকার নেমে আসার কারণেও আগুন নেভাতে বাধার মুখে পড়তে হচ্ছে।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেন, ওয়াং ফুক কোর্টে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮০০ জনেরও বেশি কর্মী কাজ করছেন। আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

আগুনের কারণে হংকংয়ে যান চলাচলও ব্যাহত হয়েছে।

শহরের পরিবহন বিভাগ জানিয়েছে, সেখানকার প্রধান দুটি মহাসড়কের একটি বন্ধ করে দেওয়া হয়। যানবাহনগুলো ঘুরিয়ে দেওয়া হয় অন্য দিকে। এ ছাড়া আজ বৃহস্পতিবার শহরের অন্তত ছয়টি স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছে শহরের শিক্ষা ব্যুরো।

স্বরাষ্ট্র বিভাগের তাই পো জেলার কর্মকর্তা ইউনিস চান হাউ-ম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, গতকাল বুধবার আগুনে পুড়ে যাওয়া হংকং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বসবাসকারী ৭০০ জনেরও বেশি বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

হংকং পুলিশ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার সার্ভিসের সদস্য মারা গেছেন। অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এটি প্রায় তিন দশকের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহত অগ্নিকাণ্ড।

আবাসিক এলাকাটি বেসরকারি হাউজিং কমপ্লেক্স। এখানে আটটি বহুতল ভবন রয়েছে। হাউজিং কমপ্লেক্সে প্রায় ২ হাজার অ্যাপার্টমেন্ট ছিল। আদমশুমারির তথ্যমতে, এই আবাসিক এলাকায় ৪ হাজার ৬০০ জনেরও বেশি বাসিন্দা বাস করেন। এখানে অনেক শিশু, বৃদ্ধ বাসিন্দা বসবাস করেন।