“স্মার্ট নীলফামারী জেলা বিনির্মাণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

- Update Time : ১১:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৯৫ Time View
“স্মার্ট নীলফামারী জেলা বিনির্মাণ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী সরকারি কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন নীলফামারী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম।কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান, এবং সার্বিক ব্যবস্থাপনা ও তত্তাবধানে ছিলেন মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও ফোকাল কর্মকর্তা, স্মার্ট জেলা বাস্তবায়ন কমিটি।
স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ প্রতিযোগিতায় নীলফামারী জেলাকে “স্মার্ট ডিস্ট্রিক্ট” হিসেবে গড়ে তোলার লক্ষে আয়োজিত কর্মশালায় নীলফামারী সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত থেকে কুইকউইন (স্বল্পমেয়াদী) মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী আইডিয়া প্রদান ও তথ্য দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।