ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত
২০১৮ সালের কোটা রিটকারীদের শুভেচ্ছা

স্বৈরাচার হটানোসহ নানা কারণে সংগঠিত হয়েছিল জুলাই বিপ্লব: ববি’র প্রো-ভিসি ড. গোলাম রব্বানী

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৮:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ৯০ Time View

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে সংগঠিত হয়েছিল ছাত্র-জনতার জুলাই বিপ্লব। তিনি বলেন, স্বৈরাচারি হাসিনা ও তার দোসরদের পর্বতসম দুর্নীতি, লুটপাট, গুম, খুন, বিচারবহির্ভুত হত্যা, দেশে ত্রাসের রাজত্ব কায়েম, বিএনপি-জামায়াতসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ন, জেল-জুলুম-হুলিয়া, জনগণের ভোটাধিকার হরণ তথা গণতন্ত্রকে নির্বাসিত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে অশোভন আচরণ (তুই করে বলা), ঠুনকো কারণে অনেককে চাকরিচ্যুত করা ও কোটা সংস্কার নিয়ে ছাত্রসমাজের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করা প্রভৃতি কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়।

২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে হাইকোর্টে রিটকারী ও ঢাবি’র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক দুই শিক্ষার্থী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ও আনিসুর রহমান মীর শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রো-ভিসি নিয়োগ পাওয়ায় ড. গোলাম রব্বানীকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এসময় ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুইয়া উপস্থিত ছিলেন।

ড. রব্বানী বলেন, গণঅভ্যুত্থানে দেশী-বিদেশী বেশকিছু গণমাধ্যমের অগ্রণী ভূমিকা বিপ্লবকে ত্বরান্বিত করেছে। তিনি জুলাই বিপ্লবে সমন্বয়কসহ ছাত্র, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দল ও মেহনতি জনতার ঐক্যেবদ্ধ ভুমিকার কথা উল্লেখ করে বলেন, ২০১৮ সালে আমার ছাত্ররা যে হাইকোর্টে কোটা সংস্কারের রিট করেছে এবং বিশেষভাবে এই বৈষম্যবিরোধী আন্দোলনে আমার প্রিয় ছাত্র ইনকিলাবে কর্মরত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ সেই সময়ে যে শতাধিক রিপোর্ট করে আন্দোলনে ব্যাপকভিত্তিক গতিসঞ্চার করেছিল, এটাকে ছোট করে দেখার সুযোগ নেই।কোটা সংস্কার আন্দোলনের নেপথ্য নায়ক হিসেবে তাকে মূল্যায়ণ করা দরকার বলে আমি মনে করি।

এসময় অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুইয়া বলেন, জুলাই বিপ্লব মানে স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিদ্রোহ, যার উৎপত্তি হয়েছিল ২০১৭-১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে। সেই আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাত হয়েছিল হাইকোর্টে রিটের মাধ্যমে। আমি গর্বিত যে, আমাদের কৃতি শিক্ষার্থীরাই সেই রিট করেছিল।এখন রাষ্ট্রের দায়িত্ব সময়ের সাহসী সন্তানদের মূল্যায়িত করা।

বিসিএস বঞ্চিত হয়ে কোটা সংস্কার রিটকারী, কোটা সংস্কারের পক্ষে সেই সময়ে শতাধিক রিপোর্টকারী ইনকিলাব সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ড. গোলাম রব্বানীকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের মতো শিক্ষকদের উৎসাহ-অনুপ্রেরণার কারণে আমরা সময়ের সাহসী উদ্যোগটি নিয়েছিলাম। দেশের জনগণ যে পরিবর্তন চেয়েছিল, সেই কাংঙ্ক্ষিত পরিবর্তনের পথে দেশ এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা।

অপর রিটকারী আনিসুর রহমান মীর বলেন, আমরা যোগ্যদের যথাস্থানে দেখতে চাই। উপদেষ্টাসহ বিভিন্ন নিয়োগে কোটা সংস্কার আন্দোলনের আসল রূপকার ও মেধাবী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ভাইকে যথাযথ মূল্যায়ণ না করলে জুলাই বিপ্লবকে অসম্মান করা হবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

২০১৮ সালের কোটা রিটকারীদের শুভেচ্ছা

স্বৈরাচার হটানোসহ নানা কারণে সংগঠিত হয়েছিল জুলাই বিপ্লব: ববি’র প্রো-ভিসি ড. গোলাম রব্বানী

নওরোজ ডেস্ক
Update Time : ০৮:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে সংগঠিত হয়েছিল ছাত্র-জনতার জুলাই বিপ্লব। তিনি বলেন, স্বৈরাচারি হাসিনা ও তার দোসরদের পর্বতসম দুর্নীতি, লুটপাট, গুম, খুন, বিচারবহির্ভুত হত্যা, দেশে ত্রাসের রাজত্ব কায়েম, বিএনপি-জামায়াতসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ন, জেল-জুলুম-হুলিয়া, জনগণের ভোটাধিকার হরণ তথা গণতন্ত্রকে নির্বাসিত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে অশোভন আচরণ (তুই করে বলা), ঠুনকো কারণে অনেককে চাকরিচ্যুত করা ও কোটা সংস্কার নিয়ে ছাত্রসমাজের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করা প্রভৃতি কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়।

২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে হাইকোর্টে রিটকারী ও ঢাবি’র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক দুই শিক্ষার্থী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ও আনিসুর রহমান মীর শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রো-ভিসি নিয়োগ পাওয়ায় ড. গোলাম রব্বানীকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এসময় ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুইয়া উপস্থিত ছিলেন।

ড. রব্বানী বলেন, গণঅভ্যুত্থানে দেশী-বিদেশী বেশকিছু গণমাধ্যমের অগ্রণী ভূমিকা বিপ্লবকে ত্বরান্বিত করেছে। তিনি জুলাই বিপ্লবে সমন্বয়কসহ ছাত্র, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দল ও মেহনতি জনতার ঐক্যেবদ্ধ ভুমিকার কথা উল্লেখ করে বলেন, ২০১৮ সালে আমার ছাত্ররা যে হাইকোর্টে কোটা সংস্কারের রিট করেছে এবং বিশেষভাবে এই বৈষম্যবিরোধী আন্দোলনে আমার প্রিয় ছাত্র ইনকিলাবে কর্মরত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ সেই সময়ে যে শতাধিক রিপোর্ট করে আন্দোলনে ব্যাপকভিত্তিক গতিসঞ্চার করেছিল, এটাকে ছোট করে দেখার সুযোগ নেই।কোটা সংস্কার আন্দোলনের নেপথ্য নায়ক হিসেবে তাকে মূল্যায়ণ করা দরকার বলে আমি মনে করি।

এসময় অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুইয়া বলেন, জুলাই বিপ্লব মানে স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিদ্রোহ, যার উৎপত্তি হয়েছিল ২০১৭-১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে। সেই আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাত হয়েছিল হাইকোর্টে রিটের মাধ্যমে। আমি গর্বিত যে, আমাদের কৃতি শিক্ষার্থীরাই সেই রিট করেছিল।এখন রাষ্ট্রের দায়িত্ব সময়ের সাহসী সন্তানদের মূল্যায়িত করা।

বিসিএস বঞ্চিত হয়ে কোটা সংস্কার রিটকারী, কোটা সংস্কারের পক্ষে সেই সময়ে শতাধিক রিপোর্টকারী ইনকিলাব সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ড. গোলাম রব্বানীকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের মতো শিক্ষকদের উৎসাহ-অনুপ্রেরণার কারণে আমরা সময়ের সাহসী উদ্যোগটি নিয়েছিলাম। দেশের জনগণ যে পরিবর্তন চেয়েছিল, সেই কাংঙ্ক্ষিত পরিবর্তনের পথে দেশ এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা।

অপর রিটকারী আনিসুর রহমান মীর বলেন, আমরা যোগ্যদের যথাস্থানে দেখতে চাই। উপদেষ্টাসহ বিভিন্ন নিয়োগে কোটা সংস্কার আন্দোলনের আসল রূপকার ও মেধাবী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ভাইকে যথাযথ মূল্যায়ণ না করলে জুলাই বিপ্লবকে অসম্মান করা হবে।

নওরোজ/এসএইচ