রংপুরে নাহিদ ইসলাম
স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু

- Update Time : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ৮২ Time View
গত বছরের পহেলা জুলাই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ব্যনারে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিলো। যে আন্দোলনে আবু সাঈদসহ লক্ষ তরুণ যোগ দিয়েছিলো। পরে সেই আন্দোলন গণবিষ্ফোরণে রুপ নেয়। সেই সময় আবু সাঈদের মৃত্যু স্বৈরাচার পতনের ক্ষেত্রে ক্রীড়ানকের ভুমিকা পালন করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সোয়া ১১ টার দিকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। আমরা ১৬ জুলাই ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে। ঐ সময় শুনতে পাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে মারা গেছে। তখন গোটা বাংলাদেশ শোকে, দ্রোহে বিক্ষোভে ফেটে পরে। সেই সময় আবু সাঈদের মৃত্যু আন্দোলনে অন্যদিকে মোড় নেয়। হাজারো লক্ষ তরুণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে পরে। যার ফলশ্রুতিতে স্বৈরাচার সরকারের পতন হয়।
তিনি আরো বলেন, আমরা জুলাই পদযাত্রার ঘোষণা করেছি এবং আজকে থেকে সেই পদযাত্রার শুরু হয়ে গেছে। এই জুলাই পদযাত্রা দেশ গড়ার পদযাত্রা। আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। কিন্তু দেশ গঠনে যে উদ্যোম দরকার। সেই উদ্যোম নিয়ে রাস্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার। রাস্ট্র গঠনের জন্যই মুলত আমাদের জুলাই পদযাত্রা। যার মাধ্যেমে সারাদেশে, ৬৪ জেলায় আমরা যাবো। মানুষের সাথে কথা বলবো। তাদের কথা শুনবো। আবু সাঈদরা যে কারনে জীবন দিলো, সেই স্বপ্ন সেই আকাঙ্খা তুলে ধরবো। তাই আমরা পদযাত্রা শুরু করেছি রংপুরের পীরগঞ্জ শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ১০ টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এরপর ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র “দেশ গড়তে জুলাই পদযাত্রার” শুরু হবে গাইবান্ধায় সাদুল্লাপুর শহীদ মিনার থেকে। সেই উদ্দেশ্যে রওয়ানা হন তারা।
এদিকে জুলাই পদযাত্রা রংপুরে পার্কের মোড় বিকেল ৩ টায় শুরু হয়ে লালবাগ – শাপলা – জাহাজ কোম্পানীর মোড় হয়ে টাউন হল মাঠে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর ডিসির মোড় হয়ে ধাপ হয়ে মেডিকেল মোড় হয়ে চেকপোস্টে সমাপনী হবে। জুলাই গণ-অভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি চলবে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত।
উল্লেখ্য: জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। এই অবস্থায় পুলিশ আনুমানিক ৫০-৬০ ফুট দূর থেকে তার উপর ছররা গুলি ছুড়ে। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন। একপর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়